ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মেসি-নেইমার-সুয়ারেজ তিনটি পশু!’

নেছার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মেসি-নেইমার-সুয়ারেজ তিনটি পশু!’

লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক : বিশ্ব ফুটবলে লিওনেল মেসির উত্থান বার্সেলোনায়। এই ক্লাবে থেকেই টানা চার বার ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে অনেক শিরোপাও জিতেছেন মেসি।

 

অন্যদিকে, ব্রাজিলের অধিনায়ক নেইমারের তারকা খ্যাতির উৎস স্বদেশি ক্লাব সান্তোসে। আর সেই ক্লাব ছেড়ে গত মৌসুমে যোগ দিয়েছেন বার্সেলোনায়।

 

এদিকে, উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের সুনাম ও সুখ্যাতির শুরুটা নেদারল্যান্ডের ক্লাব আয়াক্স থেকে। তবে এই খ্যাতির পরিপক্বতা পায় ইংলিশ ক্লাব লিভারপুলে।

 

বর্তমানে তিন তারকার সম্মিলন ঘটেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। তারা আক্রমণভাগে থাকলে প্রতিপক্ষ যে আতঙ্কে থাকে, এতে কারোরই সন্দেহ নেই। চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের তালিকায় রিয়াল মাদ্রিদের পরেই বার্সার অবস্থান। তার পরও মেসি-নেইমার-সুয়ারেজকে ‘তিনটি পশু’ বলে আখ্যা দিলেন স্বয়ং বার্সার অধিনায়ক জাভি হার্নান্দেজ!

 

জাভি মনে করেন, বার্সার ইতিহাসে সেরা স্ট্রাইকার ত্রয়ী লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। সাইড লাইনে বসে থাকা মুনির এল হাদ্দাদি, পেদ্রো ও সান্দ্রোও আক্রমণভাগে কম যান না।

 

স্প্যানিশ মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সা স্ট্রাইকার ত্রয়ীর প্রশংসা করতে গিয়ে জাভি বলেন, ‘মেসি-নেইমার-সুয়ারেজ সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার ত্রয়ী। তবে বার্সার আক্রমণভাগ শুধু তাদের ওপরই নির্ভরশীল নয়। পেদ্রো গোল পাচ্ছে। মুনির ও সান্দ্রোও ভালো করার অপেক্ষায় রয়েছে। আমাদের স্ট্রাইকার ত্রয়ী তো তিনটি পশুর মতো! অর্থাৎ প্রতিপক্ষের দৃষ্টিতে হিংস্র দানব। ছান্দিক ফুটবল খেলাই তাদের নেশা। নেইমার নৃশংসভাবে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। সুয়ারেজ দিনকে দিন উন্নতি করছে। আর মেসি তার সেরাটা ঢেলে দিতে প্রস্তুত। আগামী বছরটা আমাদের দারুণ কাটবে।’

 

এদিকে ফিফার আরোপিত নিষেধাজ্ঞার কারণে ২০১৫ সালে কোনো খেলোয়াড় কিনতে পারবে না বার্সেলোনা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার এমন সিদ্ধান্তের সমালোচনা করেন জাভি।

 

তিনি বলেন, ‘কোর্ট অব অ্যারবেট্রিশন ফর স্পোর্টসের (সিএএস) সিদ্ধান্তে  আমরা বিস্মিত হয়েছি। আমরা আশা করেছিলাম, তারা এ বিষয়ে সহনশীল হবেন। পাশাপাশি এর মধ্যে আমি অবিচারও দেখতে পাচ্ছি। কেননা বার্সার চেয়ে কোনো ক্লাবই তাদের তরুণ খেলোয়াড় এত বেশি যত্ন নেয় না।’

 

 


রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৫/নেছার/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়