ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপের দল পরিচিতি : আয়ারল্যান্ড

নেছার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৪ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের দল পরিচিতি : আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড ক্রিকেট দল

নেছার উদ্দিন : ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে রাইজিংবিডির পাঠকদের জন্য ১৪টি দলের পরিচিতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারের আলোচ্য দল আয়ারল্যান্ড। ইউরোপের অন্যতম প্রতিনিধি দলটির আদ্যোপান্ত তুলে ধরা হলো-

 

যেভাবে বিশ্বকাপে আইরিশরা : ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ক্রিকেটের সর্বোচ্চ আসরের টিকিট পায় আয়ারল্যান্ড। ২০১১ সাল থেকে শুরু হওয়া লিগ চ্যাম্পিয়নশিপে ১৪ ম্যাচে ১১টিতে জয় পায় তারা। ২৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষস্থান অধিকার করেন আইরিশরা। জিতে নেয় ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শিরোপা। আর তাতে সরাসরি জায়গা করে  নেয় ২০১৫ সালের বিশ্বকাপেও।

 

বিশ্বকাপে অতীত ইতিহাস : ক্রিকেট মহাযজ্ঞে আইরিশদের পদচারণা ২০০৭ সালে। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তার বিপক্ষে জয় তুলে নিয়েছিলেন আইরিশরা। এ ছাড়া ‘ডি’ গ্রুপের খেলায় জ্যামেইকায় জিম্বাবুয়ের সঙ্গে রোমাঞ্চকর ড্র করেছিল তারা। ভক্তদের মনে নতুন করে জায়গা করে নিতে সক্ষম হয়েছিল তারা।
এরপর ২০১১ সালেও ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ড। এ ছাড়া ওই ম্যাচে ইতিহাস গড়েছিলেন কেভিন ও’ব্রেইন। মাত্র ৫০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। দুটি বিশ্বকাপে মোট ১৫ ম্যাচ খেলে ৪টি ম্যাচে জয় পায় আয়ারল্যান্ড।

 

বিশ্বকাপে আয়ারল্যান্ডের শক্তি : দলের কেভিন ও’ব্রেইনের মতো বিস্ফোরক ব্যাটসম্যান রয়েছে। এ ছাড়া অভিজ্ঞ ক্রিকেটার উইলিয়াম পোর্টাফিল্ড ও  এড জয়সে ব্যাটিংয়ে আইরিশদের পথ দেখাবেন। ইলিংশ কাউন্টি খেলে আইরিশদের দল আরো শক্তিশালী হয়ে উঠেছে। প্রতিপক্ষের সমীহ আদায় করে নিতে সক্ষম হয়েছে।
বিশ্বকাপে আইরিশদের দুর্বলতা : মাঝেমাঝে চাপ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। এই দুর্বলতার সুযোগ নিতে চাইবে বড় দলগুলো।

 

বিশ্বকাপে বাজির ঘোড়া : আইরিশদের তারকাদের মধ্যে অলরাউন্ডার পল স্টারলিং আলো ছড়াবেন। ব্যাট হাতে ঝড় তুলতে পারেন তিনি। তেমনি বল হাতেও প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়াবেন স্টারলিং। আর কেভিন ও’ব্রেইন তো দলে আছেনই।

 

বিশ্বকাপ খেলেছে : ২ বার
শিরোপা : নেই।
আইসিসি র‌্যাংকিং : ১২তম। পয়েন্ট টেবিলে আয়াল্যান্ডের সংগ্রহ ৩৪।  
বিশ্বকাপের অধিনায়ক : উইলিয়াম পোর্টফিল্ড
বিশ্বকাপের কোচ : ফিল সিমন্স
বিশ্বকাপের গ্রুপ : ‘বি’
আসন্ন বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ : দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরাত ও  জিম্বাবুয়ের বিপক্ষে লড়তে হবে আইরিশদের।

 

বিশ্বকাপে সেরা পারফরম্যান্স : ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে জয়, ২০১১ সালে শিকার ইংল্যান্ড। পরপর দুটি বিশ্বকাপে বড় দুটি অঘটন ঘটিয়ে ক্রিকেট-বিশ্বে হইচই ফেলে দিয়েছিল আয়ারল্যান্ড।

 

আসন্ন বিশ্বকাপে আয়ারল্যান্ডের চূড়ান্ত দল : উইলিয়াম পোর্টফিল্ড, অ্যান্ড্রু বালব্রিন, পিটার চেইস, অ্যালেক্স কুসাক, জর্জ ডকরেল, এড জয়সে, অ্যান্ড্রু ম্যাকব্রিন, জন মুনেই, টিম মুরতাগ, কেভিন ও’ব্রেইন, নেইল ও’ব্রেইন, পল স্টারলিং, স্টুয়ার্ট থম্পসন, গেরি উইলসন (উইকেটরক্ষক) ও ক্রেইগ ইয়াং।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৫/নেছার/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়