ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৪ জানুয়ারি ২০২১  
দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। 

রোববার (২৪ জানুয়ারি) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারি মো. ফরমান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শনিবারও (২৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে।

আজ ভোরে শ্রীমঙ্গল ছিল কুয়াশায় ঢাকা। ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে মৃদু সূর্যালোক দেখা গেলেও রোদের তাপ নেই বললেই চলে।

শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, এই কয়েকদিন শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলাজুড়ে ঠাণ্ডার প্রকোপ এমনই থাকবে।

সাইফুল্লাহ হাসান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়