ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোবাইলে গেমস খেলায় ছেলেকে হত্যা করলেন মা

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ১৬ আগস্ট ২০২৩  
মোবাইলে গেমস খেলায় ছেলেকে হত্যা করলেন মা

মৌলভীবাজারের রাজনগরে মোবাইলে গেমস খেলায় আবির হাসান জয় (১২) নামের এক স্কুল শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা সোহানা আক্তারকে (৩৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) গ্রামে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া জয় যাদুরগুল গ্রামের মাসুক মিয়ার ছেলে। তিনি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, জয় কিছুদিন ধরে সারাদিন মোবাইল ফোনে গেমস ও ইউটিউব দেখতো। মা সোহানা আক্তার বারবার নিষেধ করা সত্ত্বেও জয় কথা শুনতো না। আজ সকালেও জয় মোবাইল ফোন নিয়ে গেমস খেলতে শুরু করে। এতে তার মা রেগে যান। দুই জনের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহানা আক্তার নিজের একটি ওড়না ছেলে জয়ের গলায় পেঁচিয়ে চেপে ধরেন। এতে ছেলেটি শ্বাসরোধে মারা যায়। পরে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং মাকে আটক করে।

রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ জানান, ছেলেটির বাবা ফেঞ্চুগঞ্জ সার কারখানায় চাকরি করেন। বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, মোবাইলে আসক্ত হওয়ায় মা রাগ করে গলায় ওড়না পেঁচিয়ে ছেলেকে হত্যা করেছেন। ছেলেটির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছেলেটির মাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

হামিদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়