ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

বিজয় দিবসে মিনি কক্সবাজারে ছিল উপচে পড়া ভিড়

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:২৮, ৮ জানুয়ারি ২০২৪
বিজয় দিবসে মিনি কক্সবাজারে ছিল উপচে পড়া ভিড়

রাজধানীর যাত্রাবাড়ী-কোনাপাড়াসহ আশপাশের এলাকার মানুষের বিনোদনকেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পেয়েছে কোনাপাড়া-মানিকদিয়া সড়কের পাশের ধার্মিকপাড়ার মিনি কক্সবাজার। প্রতিদিনই সেখানে ভিড় করেন অনেক মানুষ। তবে, ছুটির দিনে সেখানে উপচে পড়া ভিড় দেখা যায়। শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে ভিড় ছিল আরও বেশি। এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সব বয়সের মানুষের উপস্থিতি দেখা গেছে মিনি কক্সবাজারে। অনেকে এসেছেন সন্তানদের নিয়ে আবার অনেকে এসেছেন বন্ধু-বান্ধবদের সাথে। হেসে-খেলে সময় পার করেছেন তারা। আছে বিভিন্ন ধরনের রাইডস। শিশুদের মনোরঞ্জনের জন্য আছে রেলগাড়ি, দোলনা, ভূতের বাড়ি, পুতুল, স্লিপারসহ বিভিন্ন আয়োজন। তবে, শিশুদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্লিপার। ওঠা-নামা নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাদের। এ সুযোগে আয়োজকরা বাড়িয়ে দিয়েছে মূল্য। একেকটি স্লিপারে উঠতে লাগছে ১০০ টাকা। ভূতের বাড়ির এন্ট্রি ফি ৫০ টাকা। রেলগাড়ি, নৌকা, নাগরদোলায়ও নেওয়া হচ্ছে বাড়তি টাকা। ছোট ছোট লেকে অনেককে নৌকায় চড়তে দেখা গেছে।

এদিকে, ছুটির মানুষের আনাগোনা বেশি হওয়ায় রিকশা, অটোরিকশার ভাড়াও বাড়ানো হয়েছে কয়েকগুন।

মাতুয়াইল থেকে সন্তানদের নিয়ে ঘুরতে আসা আনোয়ার হোসেন বলেন, প্রতিবার ডিসেম্বর মাসে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে যাই। এবার রাজনৈতিক পরিস্থিতির কারণে যাওয়া হয়নি। বিজয় দিবস। বাচ্চারা আবদার করেছে, ঘুরতে যাবে। বাসার মোটামুটি কাছেই জায়গাটা। তাই, ওদের নিয়ে এলাম। বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছুই আছে। তারা আনন্দ করেছে।

গ্রিন প্যালেস রেস্তোরাঁর কর্মী ব্ল্যাক আলী বলেন, প্রতিদিনই লোকজন ঘুরতে আসে। তবে, ছুটির দিনে ভিড় অনেক বেড়ে যায়। আজ ছুটির দিন। অনেকে ঘুরতে এসেছেন। আমাদের ব্যবসা ভালোই হয়।

বিজয় দিবস উপলক্ষে মিনি কক্সবাজারে বসেছে খাবার ও খেলনার স্টল, পতাকার দোকান। 

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ