ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হালচিত্র নওগাঁর ৬টি আসনের

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৯, ১ অক্টোবর ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
হালচিত্র নওগাঁর ৬টি আসনের

নওগাঁর ৬টি আসনের প্রার্থী

লোকমান আলী
নওগাঁ, ১ অক্টোবর: নওগাঁর ৬টি আসনে দলীয় মনোনয়ন পেতে জোর তৎপরতা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য দলের নেতারা। নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনা শুরু করে দিয়েছে সকল দলের নেতারা।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নওগাঁ জেলা ও উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাদের সাক্ষাত হয়েছে। নওগাঁর ১১ উপজেলা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ তাদের পছন্দের প্রার্থীর তালিকা প্রধানমন্ত্রীর নিকট জমা দিয়েছেন।

আগামী জাতীয় নির্বাচনে নওগাঁর ৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন হওয়ার সম্ভাবনা একে বারেই কম। তবে, ৩টি আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্যদের প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের কয়েকজন প্রার্থী কেন্দ্রিয় নেতাদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে বিএনপি থেকেও ৩টি আসনে নতুন মুখ মনোনয়ন প্রত্যাশি রয়েছেন। নতুন মুখ প্রার্থীদের মধ্যে আগামী নির্বাচনে মনোনয়ন দৌড়ে কে টিকে থাকেন সেটাই এখন দেখার অপেক্ষায়।

নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) : বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। গত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী।

এছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাপাহার উপজেলা শাখা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মো. আব্দুন নুর, সাপাহার উপজেলার আওয়ামী লীগ নেতা মাসরুরাল হক রুবেল চৌধুরী, জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমীর অধ্যাপক মো. সালেকুর রহমান।

নওগাঁ-২ (পতীতলা-ধামইরহাট) : বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আলহাজ শহীদুজ্জামান সরকার। গত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলম।

এছাড়া মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন  বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী, বিকল্প ধারার বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আব্দুর রউফ মান্নান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মোঃ ময়েন উদ্দিন।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) : বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ড. আকরাম হোসেন চৌধুরী। বিগত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকী ।

বিএনপি থেকে মনোনয়নের আশায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন ফজলে হুদা বাবুল। কেন্দ্রিয় বিএনপির নেতাদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। সাবেক সচিব, আওয়ামী লীগ নেতা মো. এনামুল কবীর, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছলিম উদ্দিন তরফদার ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

এছাড়া কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য, জেলা জাতীয় পার্টির সদস্য ও সাবেক সংসদ সদস্য হুমায়ন কবীর চৌধুরী এ আসন থেকে জাপার প্রার্থী হতে পারেন।

নওগাঁ-৪ (মান্দা) : বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক। গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে পরে আওয়ামী লীগে যোগ দেন। গত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. সামছুল আলম প্রামানিক। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শেখ আব্দুল লতিফ। তিনি আবারো মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বকুল আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইছেন।

বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জোর লবিং চালাচ্ছেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু। বর্তমান মান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন, সাবেক ছাত্র ও যুবদল নেতা ও মান্দা থানা বিএনপির সহ-সভাপতি ইছাহাক আলী সেন্টু।

নওগাঁ-৫ (সদর) : গত নির্বাচনে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল জলিল ছিলেন নির্বাচিত সংসদ সদস্য। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব) আব্দুল লতিফ খান। গত ৬ মার্চ তাঁর মৃত্যুতে নওগাঁ -৫ শুন্য ঘোষিত হয়। উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক।

এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশাীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. একেএম ফজলে রাব্বী, মরহুম আব্দুল জলিলের সহধর্মীনী রেহেনা জলিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল হক, নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইছাহাক আলী।

বিএনপি থেকে মনোনয়নের প্রত্যাশা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ পৌর মেয়র মো. নজমুল হক সনি। জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বারিকও মনোনয়ন প্রত্যাশি।

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) : বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মো. ইসরাফিল আলম। গত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বুলু।

এবারের নির্বাচনে মনোনয়নের প্রত্যাশায় রানীনগর আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে পোষ্টারিং করেছেন বিএনপির মো. এচাহাক আলী, আত্রাই উপজেলা বিএনপির নেতা মাহমুদুর রহমান রজার, আওয়ামী লীগের রাজশাহী মহানগর শাখার যুগ্ম সম্পাদক মো. নওশের আলী।

এছাড়া সর্বহারা-জেএমবি অধ্যূষিত রক্তাক্ত জনপদ রানীনগর-আত্রাই উপজেলায় বিগত সাড়ে ৪ বছরে কোন রাজনৈতিক হত্যাকান্ড সংঘটিত হয়নি। ইসরাফিল আলম এমপি কঠোর হস্তে সন্ত্রাস দমন করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। এটা সর্বস্তরের মানুষের মনে দানা বেধেছে। আগামী নির্বাচনে নির্বাচনী হিসেব- নিকেশে ৩ শ কোটি টাকার উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস দমনের এ বিষয়টা প্রধান্য পাবে বলে সাধারণ মানুষেরা মনে করছেন।

 

 

রাইজিংবিডি/ শামটি
 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়