ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উইলস লিটল ফ্লাওয়ারের গভর্নিং বডির নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইলস লিটল ফ্লাওয়ারের গভর্নিং বডির নির্বাচন স্থগিত

ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া গভর্নিং বডির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে প্রতিষ্ঠানটির ইংলিশ মিডিয়াম শাখার অভিভাবকদের ভোটার তালিকায় কেন অন্তর্ভুক্ত করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালকুদার, ওয়েস আল হারুনী ও সহকারী অ্যাটর্নি আশিক রুবাইয়াত।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির  নির্বাচনে ভোটার তালিকায় ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের অভিভাবকদের অন্তর্ভুক্ত করা হয়নি।

এ বিষয়টি চ্যালেঞ্জ করে ইংলিশ মিডিয়াম শাখার এক শিক্ষার্থীর অভিভাবক শহিদুল ইসলাম হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দিয়েছেন।


ঢাকা/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়