ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপারসহ নিহত ২

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৪, ৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপারসহ নিহত ২

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী বসুন্ধরা পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সাত যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাসযাত্রী নগরীর হাজিরহাট এলাকার হারুন-অর-রশীদ (৩৫) ও বসুন্ধরা পরিবহনের হেলপার লাল মিয়াকে (৩০) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করলে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে।

বড়দরড়াহ হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই হাফিজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



রাইজিংবিডি/রংপুর/৯ জানুয়ারি ২০১৮/নজরুল মৃধা/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়