ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সরকারি হলো উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারি হলো উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজ

সচিবালয় প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজকে জাতীয়করণ করেছে সরকার।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮ অনুযায়ী গত ৭ অক্টোবর থেকে কলেজটিকে সরকারি করে আদেশ জারি করেছে। এ নিয়ে দেশে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৮টি।

গত ১২ আগস্ট একযোগে ২৭১টি, ২৭ আগস্ট পাঁচটি এবং ১২ সেপ্টেম্বর ১৪টি বেসরকারি কলেজকে জাতীয়করণ করে সরকার।

যেসব উপজেলায় সরকারি কলেজ নেই সেখানে একটি করে কলেজকে জাতীয়করণের উদ্যোগের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান সরকারিকরণ করা হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৮/হাসান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ