ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শটস খেলায় লাগাম টানার আহ্বান মাহমুদউল্লাহর

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শটস খেলায় লাগাম টানার আহ্বান মাহমুদউল্লাহর

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে : টেস্ট ক্রিকেট মানেই নিদারুণ আনন্দ। নির্মল বিনোদন। এখানে চার-ছক্কার মারপ্যাচ থেকে এখানে এক-দুই রানেও মিলে প্রশান্তি।

সুন্দর কভার ড্রাইভ কিংবা দুর্দান্ত অন ড্রাইভে ছড়ায় মুগ্ধতা। চোখ ধাঁধানো সুইপ আর জমাট ডিফেন্স মনকে পুলকিত করে। সেখানে টি-টোয়েন্টির আর্বিভাবে ব্যাটসম্যানরা শট খেলার প্রবণতা বাড়িয়েছেন। দিব্যি রান হচ্ছে ঠিকই কিন্তু সামান্য ভুলে দিতে হয় খেসারত।

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে তো এমন খেসারতই দিল বাংলাদেশ। দুই ইনিংসে ২০ উইকেট নিতে জিম্বাবুয়ের বোলারদের বলার মতো কোনো বল করতে হয়নি। ধৈর্য্যহারা হয়ে ভুল শট নির্বাচনে নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন ব্যাটসম্যান। বিশেষ করে পরীক্ষিত ব্যাটসম্যানদের দৃষ্টিকটু আউটে সমালোচনা হচ্ছে বেশ।

ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহও একই কথা বললেন,‘আমরা অনেকগুলো খুব বাজে বলে আউট হয়েছি। আউটগুলো হয়তো দৃষ্টিকটু। আমরা বড় কোনো জুটি গড়তে পারিনি। আপনি বড় জুটি না গড়তে পারলে ম্যাচ জিতবেন না।’

প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ১৬৯। হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের কাছে পাত্তাও পায়নি বাংলাদেশ। সিলেট টেস্ট হেরেছে ১৫১ রানের বিশাল ব্যবধানে। বড় ব্যবধানে হারের পিছনে সবথেকে বড় কারণ ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচন।

ম্যাচ শেষে অধিনায়ক পোস্টমর্টেম করেছেন শট নির্বাচন নিয়েও,‘আমার মনে হয় আমরা অতিরিক্ত স্ট্রোক খেলি। এটা হয়তো হয়ে যাচ্ছে ইমোশনালি। শট খেলায় আমাদের লাগাম টানতে হবে। আরও ধৈর্যশীল হতে হবে। কোন বোলারকে কখন কিভাবে খেলতে পারি এটা দেখতে হবে। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, আমরা ছোট ছোট জুটি তৈরি করতে পারছি না। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ব্যর্থ হয়েছি।’

আবার বিপরীত সমস্যাও আছে। শট না খেললে ঘুরবে না রানের চাকা। স্কোরবোর্ড সচল না হলে বাড়বে চাপ। তাইতো নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে খেলার পরামর্শ মাহমুদউল্লাহর,‘শট না খেললে তো রান করতে পারবেন না! রান না করলে কীভাবে ম্যাচ জিতবেন। আমাদের আজকের লক্ষ্য ছিল ম্যাচ জেতার। আমি বিশ্বাস করি টেস্ট ক্রিকেট এমন একটা খেলা যেখানে ইতিহাস তৈরি করা যায়। তারমানে এই না যে আমরা দমে যাব। আমরা অবশ্যই ফিরে আসব।’

ম্যাচ জেতার পরিকল্পনা থাকলে সেটা হয়নি বাংলাদেশের। বাজে ব্যাটিং ম্লান হয়েছে বোলিং সাফল্য। ডিসিপ্লিন না থাকায় ম্যাচ হাত থেকে ফসকে গেছে। ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারলেও মাহমুদউল্লাহর বিশ্বাস ঢাকায় ঠিকই ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ,‘আমরা বিশ্বাস করি, আমরা নিজেরা যদি চিন্তা করি, গ্রুপ হিসেবে, আমরা অবশ্যই ভালোভাবে ফিরতে পারব। এই বিশ্বাসটা আমাদের সবার মধ্যেই আছে।  ব্যাটসম্যানদের রানে ফিরতে একটা ইনিংসই যথেষ্ট। পরের টেস্টে ভিন্ন বাংলাদেশকে দেখবেন ইনশাল্লাহ।’



রাইজিংবিডি/সিলেট/৬ নভেম্বর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়