ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্বকাপের পর গেইলের অবসর

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের পর গেইলের অবসর

ক্রীড়া ডেস্ক: বর্তমান বিশ্বের সেরা তারকা ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল অন্যতম। চলতি বছরে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসরের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এ মারকুটে ব্যাটসম্যান।

আগামী জুনে ইংল্যান্ডে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এর আগেই ওয়ানডেতে নিজেকে ঝালিয়ে নিতে এবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে উইন্ডিজ দলে সুযোগ পেয়েছেন গেইল। বিশ্বকাপ আসরের পরেই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন ক্যারিবীয় এ ব্যাটিং দানব।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। আর মাত্র ২৭৩ রান করলেই দ্বিতীয় ক্যারিবিয়ান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছে যাবেন তিনি। তবে ব্যক্তিগত মাইফলকের চেয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা বলেছেন গেইল। প্রথমবারের মতো এ শিরোপা ছুঁয়ে বিদায় নিতে পারাটা রূপকথার মতো হবে বলে জানান বাঁহাতি এ ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের জায়গা ছেড়ে দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন গেইল। নিজের অবসর নিয়ে ক্রিকেট বিশ্বের এ জনপ্রিয় ব্যাটিং তারকা বলেন, ‘আমি বিশ্বকাপেই শেষের দাগটা টানতে চাই। বলা ভালো বাঁধন ছিড়তে চাই। পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিশ্চিতভাবেই বিশ্বকাপটাই হবে আমার শেষ। অনেক তো খেললাম। এবার বাইরে বসে তরুণদের খেলা দেখবো এবং উপভোগ করার চেষ্টা করব।’

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ২৮৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন গেইল। ২০১৫ সালের বিশ্বকাপে একটি ডাবল সেঞ্চুরিসহ মোট ২৩টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরি রয়েছে এ ব্যাটিং দানবের নামের পাশে।




রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়