ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নীতিমালা হচ্ছে বেসরকারি টিভি চ্যানেলের

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ৩ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নীতিমালা হচ্ছে বেসরকারি টিভি চ্যানেলের

ঢাকা, ০৩ জানুয়ারি (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম): বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর জন্য একটি নীতিমালার খসড়া তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের নবনির্বাচিত নেতারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সঙ্গে আলোচনা করেই এই নীতিমালার খসড়া তৈরি করা হবে। নীতিমালা একতরফা নয়, অংশীদারির ভিত্তিতে হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন, ‘আমাদের দেশে বেসরকারি টেলিভিশন একটি বিকশিত ক্ষেত্র। এটি যাতে আরও বিকশিত হয়, সেভাবে কাজ করব।’ নীতিমালার খসড়া তৈরির পর সেটি উন্মুক্ত করে দিয়ে সবার মতামত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এরপর আলোচনা করে নীতিমালা চূড়ান্ত করা হবে।
টেলিভিশন মালিকদের পক্ষে ওই সংগঠনের সভাপতি এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী বলেন, ‘আমরাও বেসরকারি টেলিভিশন চ্যানেলের নীতিমালার বিরোধী নই। তবে আমরা চাইব এটা আলোচনার ভিত্তিতে হোক।’

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়