ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ঝিনাইদহে শিবির-পুলিশ সংঘর্ষ: পুলিশসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝিনাইদহে শিবির-পুলিশ সংঘর্ষ: পুলিশসহ আহত ৩

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে রোববার বিকেলে শিবির-পুলিশ সংঘর্ষে ২ পুলিশসহ ৩ জন আহত হয়েছেন।

আহত ২ পুলিশ সদস্যের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় শিবিরের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে হাফেজ রানা হামিদ নামে এক শিবির কর্মীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটকরা হলেন-শিবির কর্মী আহসান, রানা ও সোহাগ।

সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বাংলানিউজকে জানান, রোববার বিকেল ৩টার দিকে ইসলামী ছাত্র শিবির শহরে ঝটিকা মিছিল বের করে।

এসময় পুলিশ মিছিলে বাধা দিলে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ২ পুলিশ কনস্টেবল আহত হন।

তবে ইসলামী ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি ইবনুল ইসলাম পারভেজ আভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে হামলা চালিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় তাদের কমপক্ষে ৫ সদস্য কমবেশি আহত হয়েছেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বাংলানিউজকে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়