ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাত খাতে বিশেষ বরাদ্দ ৭৯৫ কোটি টাকা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাত খাতে বিশেষ বরাদ্দ ৭৯৫ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রস্তাবিত বাজেটে নারী উন্নয়ন ও ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবিলাসহ সাত খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, অন্যান্য বছরের মতো এবারেও কয়েকটি বিশেষ উদ্দেশ্যে কিছু থোক বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে নারীদের অগ্রগতির উদ্দেশ্যে ‘নারী উদ্যোক্তা তহবিলে’ ১০০ কোটি টাকা এবং ‘নারী উন্নয়ন বিশেষ তহবিলে’ ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। ‘স্কিল ডেভেলপমেন্ট ফান্ডে’ গত দুই বছরের মতো এবারও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখছি। ভূমিকম্পজনিত ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন,  দারিদ্র্য দূরীকরণে বিশেষ ভূমিকা রাখছে বিধায় ‘এনজিও ফাউন্ডেশনে’ ১০ কোটি, ‘পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনে’ ২৫০ কোটি এবং ‘এসএমই ফাউন্ডেশনে’ ১০ কোটি টাকা বরাদ্দ দিতে চাই।



রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়