ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুরকার-গীতিকার আনোয়ার উদ্দিন খানের ১৬তম মৃত্যুবার্ষিকী

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪০, ২ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুরকার-গীতিকার আনোয়ার উদ্দিন খানের ১৬তম মৃত্যুবার্ষিকী

আনোয়ার উদ্দিন খান

কুষ্টিয়া প্রতিনিধি : একুশে পদকপ্রাপ্ত দেশের প্রখ্যাত সুরকার-গীতিকার কন্ঠশিল্পী ও চলচ্চিত্র পরিচালক আনোয়ার উদ্দিন খানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০০ সালের ২ আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন।

 

আনোয়ার উদ্দিন খান কুষ্টিয়ার কুঠিপাড়ার মরহুম আকবর আলী খানের ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি একমাত্র কন্যা সন্তানের জনক ছিলেন। ১৯৫২ সালে মুসলিম হাইস্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন।  পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ পাশ করে ১৯৬১ সালে চাকরিতে যোগদান করেন। মৃৃত্যুর আগ পর্যন্ত তিনি একজন সফল ব্যাংক কর্মকর্তা ছিলেন।

 

চাকরির পাশাপাশি নিজেকে সাংস্কৃতিক জগতে জড়িয়ে ফেলেন। তিনি একাধারে সুরকার-গীতিকার কন্ঠশিল্পী ও চলচ্চিত্র পরিচালক ছিলেন। আনোয়ার উদ্দিন খানের একটি বিখ্যাত গান ‘টাকা তুমি সময় মত আইলা না’।

 

তিনি ২০০ গানের রচয়িতা, ৫০০ গানের সুরকার এবং কন্ঠশিল্পী । সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্নভাবে অবদান রাখার জন্য ২০০৫ সালে একুশে পদকপ্রাপ্ত (মরনোত্তর) হন।

 

আজ মঙ্গলবার পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/ কুষ্টিয়া/২ আগস্ট ২০১৬/কাঞ্চন কুমার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়