ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দৃষ্টিহীনদের পাশে ওয়ালটন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দৃষ্টিহীনদের পাশে ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : ১৫ অক্টোবর ‘৪৯তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।’ এই দিবসকে সামনে রেখে ন্যাশনাল ফেলোশিপ ফর দি অ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) আয়োজন করতে যাচ্ছে দৃষ্টিহীনদের জন্য দাবা প্রতিযোগিতা। যেখানে দ্বিতীয়বারের মতো পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ। এই প্রতিযোগিতা শুরুর আগে ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে প্রেসক্লাবের সামনে থেকে দৃষ্টিহীনদের একটি র‌্যালি জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হবে।

র‌্যালি শেষে ১০০ জন দৃষ্টিহীনকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে সাদাছড়ি দেওয়া হবে। 

এ ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘গেল বছর থেকে আমরা দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছি। শুধু তাই নয়, গেল বছর দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা শুরুর আগে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে দৃষ্টিহীনদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে সাদাছড়ি দিয়েছিলাম। এবারও যথারীতি ৪৯তম বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে ১০০ দৃষ্টিহীনকে সাদাছড়ি দেওয়া হবে। আমরা চাই দৃষ্টিহীনরাও সমাজের স্বাভাবিক ট্রাকে থাকুক। তারাও মর্যাদা ও স্বীকৃতি লাভ করুক। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওয়ালটন গ্রুপ সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।’

এ বিষয়ে ন্যাশনাল ফেলোশিপ ফর দি অ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) এর মহাসচিব ও এক্সিকিউটিভ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ওয়ালটন গ্রুপ গেল বছরের ন্যায় এবারও আমাদের দাবা প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে। সে জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাছাড়া গেল বছরের ন্যায় এবারও তারা আমাদের ১০০ জনকে সাদাছড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছে। তাদের এমন উদ্যোগ ও মানসিকতা প্রশংসনীয়। আশা করছি ভবিষ্যতেও তারা এভাবে আমাদের পাশে থাকবে।’




রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়