ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘এখন আমার পাশে দাঁড়ানোর জন্য বাবা নেই’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ১৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এখন আমার পাশে দাঁড়ানোর জন্য বাবা নেই’

আহনাফ তাজওয়ার আইয়ুব, আইয়ুব বাচ্চু

বিনোদন ডেস্ক : গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। কাণ্ডারি শূন্য হয়ে পড়ে তার গড়ে তোলা ব্যান্ড দল এলআরবি। তখনই প্রশ্ন উঠে কে হাল ধরবেন দলটির?

গত ৫ এপ্রিল এলআরবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এলআরবির নতুন লাইনআপ ঘোষণা করা হয়। সেখানে কণ্ঠশিল্পী বালামকে এলআরবির মূল ভোকাল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। দলটির নতুন নামকরণ করা হয়— ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’। তারপরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। তবে নাম পরিবর্তনের বিষয়ে এলআরবি’র ম্যানেজার শামীম জানান, আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যদের অনুরোধে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব। বর্তমানে কানাডায় বসবাস করছেন তিনি। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়াতে পড়াশোনা করছেন। এলআরবির বিষয়টি নিয়ে এতদিন চুপচাপই ছিলেন তিনি। অবশেষে এ নিয়ে কথা বলেছেন আহনাফ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘‘আমি দেখছি, মানুষ আমার মা ও বোনকে মৃত্যুর হুমকি পর্যন্ত দিচ্ছেন। মানুষের হাজারও মন্তব্যের মধ্যে অন্যতম, ‘আইয়ুব বাচ্চু আমার সম্পত্তি নয় কিন্তু তিনি দেশের সম্পদ।’ অবশ্যই! তবে দিনশেষে তিনি আমার বাবা। আপনি যদি তা মানতে নাও চান তবু তিনিই আমার রক্ত।’’

এলআরবি নাম নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে আহনাফ লিখেন, ‘এলআরবি’র (তারা এখন বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি এই নামে গান করতে চাইছেন) সদস্যদের বলতে চাই, তারা চাইলে এলআরবি নামে গান করতে পারেন। এ নিয়ে আমাদের কোনো বাধা নেই। প্রাথমিকভাবে তারা যেভাবে এলআরবি নামে গান করতে চেয়েছিলেন, সেভাবেই গান চালিয়ে যেতে পারেন। তাদের জন্য শুভকামনা রইলো। আশা করি, তারা সফল হবেন ও বাবার সংগীতকে নিয়ে এগিয়ে যাবেন। আমার চাওয়া, এলআরবি সব সাফল্য অর্জন করবে।’
 


তিনি আরো লিখেন, ‘যারা আমার মা, বোন এবং আমাকে গালাগাল দিয়েছেন, আমি তাদের জীবনের জন্য মঙ্গল কামনা করছি। আশা করি, এতে তাদের মন থেকে আমাদের নিয়ে ঘৃণা কমে যাবে। চাইলে তারা আমাকে আরো গালমন্দ করতে পারেন— এটাও কোনো বিষয় না। কারণ এসবের মধ্যে মূল কষ্টটা হলো, এখন আমার পাশে দাঁড়ানোর জন্য বাবা নেই।’

তবে এলআরবি নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হয়েছে। আজ বুধবার দলটির ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি নয়, তারা এলআরবিতে ছিলেন, আছেন এবং থাকবেন। আইয়ুব বাচ্চু যেমনটা চেয়েছিলেন, যেভাবে ভেবেছিলেন, তা বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করবেন বলেও জানান তিনি।




রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়