ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সরকারি হজযাত্রীদের কোটা খালি, নিবন্ধনের সময় বাড়লো

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারি হজযাত্রীদের কোটা খালি, নিবন্ধনের সময় বাড়লো

জ্যেষ্ঠ প্রতিবেদক : ২০১৯ সালের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের কোটা এখনো খালি রয়ে গেছে। নির্ধারিত সময়ে কোটা পুরণ না হওয়ায় নিবন্ধনের আবারো সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়।

জানা গেছে, ৩০ এপ্রিলের মধ্যে এ বছরের সরকারি হজযাত্রীদের নিবন্ধন শেষ হয়। কিন্তু সরকারি যে কোটা রয়েছে তা পূরণ হয়নি। ফলে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। ১৫ মে পর্যন্ত চলতি বছরের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন চলবে। তবে প্যাকেজ -১ এর কোটা খালি না থাকায় সরকারি হজ যাত্রীদের প্যাকেজ -২ এর অধীনে নিবন্ধন করতে হবে।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে আরো বলা হয়, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের কোটা এখনো খালি রয়েছে। ইতোপূর্বে যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি, তাদের মধ্যে ২০১৯ সালে হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ১৫ মে এর আগেই নিবন্ধনের জন্য হজ অফিসের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কিংবা বিষয়টি লিখিত আবেদনের মাধ্যমে ই-মেইলে কিংবা সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।

তা ছাড়া, নিবন্ধনে আগ্রহীদের ১৪ মে এর আগেই পাসপোর্ট দাখিলের জন্য বলা হয়েছে, যাতে দ্রুত পাসপোর্ট ভেরিফিকেশন করতে পারে।



রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৯/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়