ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যবসায়ীকে হত্যায় ১ জনের ফাঁসি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যবসায়ীকে হত্যায় ১ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে ব্যবসায়ী নবাব আলী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. বাচ্চু। তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের আব্দুল হালিমের ছেলে। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত দুই আসামি হলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের গেন্ডারিয়া এলাকার তোতা মিয়ার ছেলে মো. সজল ও কুমিল্লার দেবীদ্বারের রাজা মোহার এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. সুমন ওরফে মেসি।

রায় ঘোষণাকালে আসামি বাচ্চুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ব্যবসায়ী নবাব আলী কেরানীগঞ্জের গুলজারবাগ থাকতেন। ওই এলাকায় তিনি ফেরী করে চশমা বিক্রি করতেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার ছোনাউটা গ্রামে। তিনি ২০১২ সালের ১ ফেব্রুয়ারি গ্রামের বাড়ি যান। ৩ ফেব্রুয়ারি ভোর রাতে লঞ্চে করে তিনি ঢাকা আসেন। সদরঘাটে নেমে তিনি বাসায় ফেরার পথে কে বা কারা জিনজিরা বটতলায় বেরিবাধের ওপর তাকে হত্যা করে।

ওই দিনই নিহতের ভগ্নিপতি মো. নজরুল ইসলাম বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মো. বাচ্চুকে গ্রেপ্তার করে পুলিশ। বাচ্চু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে সে স্বীকার করে, সে ও অপর দুই আসামি সজল ও সুমন ছিনতাই এর পরিকল্পনা করে। তিনজন মিলে চকবাজার থেকে একটি চাকু কিনে ছিনতাই করার জন্য। রাতে ছিনতাই করার জন্য জিনজিরার বটতলায় যায়। ছিনতাইকালে নবাব আলী বাধা দিলে বাচ্চু ছুরি দিয়ে তাকে আঘাত করে। এরপর তিনি মারা যান। নবাব আলীর ব্যবহৃত মোবাইলটি আসামি সজলের নিকট থেকে উদ্ধার করে পুলিশ।

এদিকে মামলাটির বিচারকাজ চলাকালে ১২ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৭/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়