ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আদালতকে দুর্নীতিমুক্ত রাখার দাবি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আদালতকে দুর্নীতিমুক্ত রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক : দেশের আদালত অঙ্গনকে দুর্নীতিমুক্তসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি।

রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আদালত অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখা, বিচার বিভাগ পৃথকীকরণের প্রক্রিয়া জরুরি ভিত্তিতে সম্পন্ন করা, বিচার প্রার্থীদের জমাকৃত কোর্ট ফির ১ শতাংশ আইনজীবীদের বেনিভোলেন্ট ফান্ডের জন্য বরাদ্ধ দেওয়া, দরিদ্রদের সরকার কর্তৃক আইনি সহায়তা প্রদানের ক্ষমতা জেলা জজদের নিকট থেকে প্রত্যাহার করে আইনজীবী সমিতিকে প্রদানের ব্যবস্থা করা এবং আইনজীবীদের দল ও মতের ঊর্ধ্বে উঠে আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নির্বাহী সহসভাপতি শেখ আখতার উল ইসলাম, শামসুল জালাল চৌধুরী, কে এম জাবির হোসেন, শাহেদ আলী জিন্নাহ, জোবায়দা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়