ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘জঙ্গিবাদে দেশ থেকেই নয়, বিদেশ থেকেও অর্থ আসে’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জঙ্গিবাদে দেশ থেকেই নয়, বিদেশ থেকেও অর্থ আসে’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদের পেছনে অর্থ জোগান দাতাদের এখনো পুরোপুরি চিহ্নিত করা যায়নি। তবে জঙ্গিবাদে শুধু দেশ থেকেই নয়, বিদেশ থেকেও অর্থ আসে।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গিবাদের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে। না হলে তাদের কাছে এতো অস্ত্র বা গোলাবারূদ কোথা থেকে আসে। এগুলো অবশ্যই তাদের কিনতে হয়। তবে বিভিন্ন সময় তদন্তে বেরিয়ে এসেছে দেশের ভেতর থেকেই নয়, বাইরে থেকে হুন্ডির মাধ্যমে জঙ্গিদের হাতে অর্থ আসছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান আরো বলেন, ‘জঙ্গিদের বেশ কিছু অর্থের উৎস আমরা শনাক্ত করতে পেরেছি। তবে কোথা থেকে অর্থ আসছে তা এখনো জানা যায়নি। পুলিশসহ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এ নিয়ে তদন্ত করছে। আর জঙ্গিদের সারা দেশে হামলা করার পরিকল্পনা ছিল না। তারা টার্গেট করে হামলা করছে।’

মনিরুল বলেন, ‘চাপাইনবাবগঞ্জে চার জঙ্গির মধ্যে আবুসহ দুইজনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে ঝিনাইদহে জঙ্গি আস্তানা থেকে পালিয়ে যাওয়া আবদুল্লাহ রয়েছে। এ আস্তানাটি জঙ্গিরা বোমার ল্যাব হিসেবে ব্যবহার করতো।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৭/মাকসুদ/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়