ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ব্যবসায়ী আজাহার উদ্দিন হত্যা মামলায় সাচ্চু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান এ আদেশ দেন। এ ছাড়া আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৫ আসামি কিরমান, ফজলুল করিম, কবির, আনিস ও জনাব আলীকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৪ অক্টোবর রাতে ঢাকার গাবতলী গরুরহাট থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে খুন হন আজাহার উদ্দিন। পরদিন সিঙ্গাইর উপজেলার প্রশিকা অফিসের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার চারদিন পর আজাহারের স্ত্রী সিঙ্গাইর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত করে ছয়জনকে আসামি করে ২০১৫ সালে ২৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে।  সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।



রাইজিংবিডি/মানিকগঞ্জ/২৭ জুলাই ২০১৭/ আশরাফুল আলম লিটন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়