ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিদ্দিক হত্যা মামলা তদন্তে ডিবি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিদ্দিক হত্যা মামলা তদন্তে ডিবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে অফিসে ঢুকে রিক্রুটিং অ্যাজেন্সির মালিক সিদ্দিক হোসেন মুন্সীকে হত্যায় দায়ের করা মামলা তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মামলার সব নথিপত্র ও প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যাবলী ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।

তিনি সাংবাদিকদের জানান, এখন থেকে মামলাটি তদন্ত করবে ডিবি-উত্তর বিভাগ।

গত ১৪ নভেম্বর রাতে বনানীর চার নম্বর রোডের বি-ব্লকের ১১৩ নম্বর বাড়ির এমএস মুন্সি ওভারসিজের মালিক সিদ্দিক হোসেন মুন্সীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ সময় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মোখলেসুর রহমান ও মির্জা পারভেজ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে ১৫ নভেম্বর সন্ধ্যায় বনানী থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়