ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘নাশকতার চেষ্টাকারীদের দমন করা হবে’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ২২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নাশকতার চেষ্টাকারীদের দমন করা হবে’

নিজস্ব প্রতিবেদক : ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম।

একই সঙ্গে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাইবার ক্রাইমকেই হুমকি হিসেবে দেখছে পুলিশ।

শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন দুর্গা পূজায় কোনো হুমকি নেই। এরপরও আমরা বিষয়টি নজরদারীর মধ্যে রেখেছি।

জাতীয় নির্বাচনে সন্ত্রাসী গোষ্ঠীর কোনো হুমকি আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধ পরিকর। এরপরও কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় একটি চক্র অনলাইনে মিথ্যা ও গুজব রটাতে পারে। এজন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সজাগ রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৮/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ