ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাদক বিরোধী প্রচারে সঞ্জয়

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদক বিরোধী প্রচারে সঞ্জয়

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এক সময় মাদকাসক্ত ছিলেন। সুস্থ-স্বাভাবিক জীবন ছেড়ে রীতিমতো নেশার জগতে বুঁদ হয়েছিলেন এই অভিনেতা। এজন্য মাদক নিরাময় কেন্দ্রেও ভর্তি ছিলেন তিনি। তার জীবনী নিয়ে নির্মিত ‘সাঞ্জু’ সিনেমাতেও এসব বিষয় উঠে এসেছে।

এবার এই অভিনেতা মাদক বিরোধী প্রচারণায় নামছেন। তাকে ভারতের উত্তরাখণ্ড সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়েছে। গত শনিবার মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যক্তিগত জীবনে মাদকাসক্ত ছিলেন সঞ্জয় দত্ত। ফলে তিনি যতটা নেশার ক্ষতিকর দিকটা তুলে ধরতে পারবেন, তা অন্য কেউ পারবেন না। তাই সঞ্জয়কে এই প্রচারে যুক্ত করা হয়েছে।

জানা গেছে, এ বিষয়ে সঞ্জয়ের সঙ্গে এক দফা কথাবার্তাও সেরে রেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত ঘোষণার পরেও সঞ্জয়ের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী। এই প্রচারে সঞ্জয়কে যুক্ত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন এই অভিনেতা।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৮/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়