ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রথমবার র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে কুলদীপ-জামপা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথমবার র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে কুলদীপ-জামপা

ক্রীড়া ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভারতের কুলদীপ যাদব ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জামপা।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার একমাত্র টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়া-ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে সোমবার প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে।

ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ ২০ ধাপ এগিয়ে তৃতীয় ও অস্ট্রেলিয়ার লেগ স্পিনার জামপা ১৭ ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছেন। এই দুজন শীর্ষ বিশের বাইরে ঠেলে দিয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ (২১তম) ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে (২২তম)।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শিখর ধাওয়ান। পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১১তম স্থানে আছেন ভারতের বাঁহাতি এই ওপেনার। সিরিজে সর্বোচ্চ ১১৭ রান করেন ধাওয়ান।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যথারীতি পাকিস্তানের বাবর আজম। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের রশিদ খান ও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল শীর্ষস্থান ধরে রেখেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ নভেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ