ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শচীনের ব্যাটে রেকর্ড গড়েছিলেন আফ্রিদি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শচীনের ব্যাটে রেকর্ড গড়েছিলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের মধ্যে ব্যাট আদান-প্রদানের নজির বেশ পুরনো।

কিছুদিন আগেও নিষেধাজ্ঞা থেকে ফেরা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে ব্যাট উপহার দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ১৯৯৬ সালে শহীদ আফ্রিদির ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের কথা সবারই জানা। তবে পাকিস্তানের প্রাক্তন এ অধিনায়ক রেকর্ডটি গড়েছিলেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ব্যাট দিয়ে! সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ এ এমন চমকপ্রদ তথ্যই দিয়েছেন আফ্রিদি।

১৯৯৬ সালে কেনিয়ায় চার জাতি টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে আফ্রিদির সেই রেকর্ড এখনো আফ্রিদি ভক্তদের বিস্মিত করে। একটা সময় মনে হতো শহীদ আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ডটি ওয়ানডেতে অমর হয়ে থাকবে। তবে ১৭ বছর রাজত্বের পর ২০১৪ সালে ৩৬ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙে দেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। এর এক বছর পর অ্যান্ডারসনের রেকর্ডটা আবার ভেঙেছেন এবি ডি ভিলিয়ার্স (৩১ বলে)। তবে নব্বইয়ের দশকে পাকিস্তানের বহু তারকাদের ভীড়ে মাত্র ১৬ বছর বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে আলো কেড়ে নিয়েছিলেন আফ্রিদি। যদিও সম্প্রতি ‘গেম চেঞ্জার’ প্রকাশিত তথ্য অনুযায়ী তখন আফ্রিদির বয়স ছিল ২১ বছর।

তরুণ আফ্রিদিকে তখন সরাসরি সে ব্যাটটি দেননি শচীন টেন্ডুলকার। ওটা আফ্রিদির হাতে এসেছিল ওয়াকার ইউনিসের মাধ্যমে। ব্যাটটি তরুণ আফ্রিদির হাতে তুলে দিয়ে ওয়াকার বলেছিলেন, ‘এটা তোর সৌভাগ্য বয়ে আনতে পারে। কারণ, ব্যাটটা এক গ্রেট খেলোয়াড়ের। এটা দিয়ে খেলে দেখতে পারিস।’



তবে ওয়াকারকেও ঠিক উপহার হিসেবে ব্যাটটি দেননি টেন্ডুলকার। পাকিস্তানের শিয়ালকোট ক্রিকেট সরঞ্জামাদি তৈরির জন্য তখন বিখ্যাত জায়গা। সেখানে ব্যাটটি নিয়ে গিয়ে দেখতে ঠিক একইরকম হাতে তৈরি আরেকটি ব্যাট বানিয়ে দেওয়ার জন্য ওয়াকারকে বলেছিলেন টেন্ডুলকার। এরপরের ঘটনা আফ্রিদি বলেছেন তাঁর আত্মজীবনীতে।

‘শিয়ালকোটে ব্যাটটি নেওয়ার আগে সে (ওয়াকার) কী করেছিল জানেন? ব্যাটিংয়ে নামার আগে সে ব্যাটটি আমাকে দিয়েছিল। আর তাই বলা যায়, নাইরোবিতে শহীদ আফ্রিদির প্রথম সেঞ্চুরিটি এসেছে শচীন টেন্ডুলকারের সেরা ব্যাট দিয়ে।’

শচীনের সেই প্রিয় ব্যাট দিয়ে ৪০ বলে ১০২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন বুমবুম আফ্রিদি। ১১ ছক্কা ও ৬টি বাউন্ডারিতে ওই ইনিংসটি সাজিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার।



রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়