ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইআরএফ’র স্মরণসভা

মোয়াজ্জেম হোসেন ছিলেন সৎ সাংবাদিকতার অগ্রদূত

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোয়াজ্জেম হোসেন ছিলেন সৎ সাংবাদিকতার অগ্রদূত

বিশেষ প্রতিবেদক : মোয়াজ্জেম হোসেন ছিলেন সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল সাংবাদিকতার অগ্রদূত। তার মৃত্যুতে দেশ এক অকুতোভয় সাংবাদিককে হারালো। সংবাদপত্র জগতের এ ক্ষতি কোন দিন পূরণ হবার নয়। তার অনুসৃত পথে চলার মাধ্যমে সাংবাদিকরা তাকে চির জাগরুক করে রাখতে পারবে বলে উল্লেখ করেছেন বক্তারা।

শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইংরেজী ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের সদ্য প্রয়াত সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেনের স্মরণ সভায় বক্তরা এ কথা উল্লেখ করেন।

ইআরএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি এএইচএম মোয়াজ্জেম হোসেন ৭০ বছর বয়সে গত ১ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ইআরএফ’র নিজস্ব ভবনে আয়োজিত স্মরণ সভায় সংগঠনের সভাপতি সাইফ হোসেন দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ইআরএফ’র প্রাক্তন সভাপতি জাকারিয়া কাজলের সঞ্চালনায় সভায় প্রয়াত মোয়াজ্জেম হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সদ্য নিয়োগপ্রাপ্ত ইকোনমিক মিনিস্টার আশিকুর নবী চৌধুরী, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক এরশাদ মজুমদার, বদিউর রহমান, ইআরএফ’র প্রাক্তন সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন তপু, সাজ্জাদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত মোয়াজ্জেম হোসেনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্টার আরাফাত আরা। এর আগে তার উপর একটি প্রামান্য চিত্র উপস্থাপন করেন চ্যানেল আই’র বিশেষ প্রতিবেদক রিজভী নেওয়াজ।

প্রধান অতিথির ভাষণে ফিন্যান্সিয়াল এক্সপ্র্রেসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান পত্রিকাটির আত্মপ্রকাশকাল থেকে বর্তমান সময় পর্যন্ত মোয়াজ্জেম হোসেনের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মোয়াজ্জেম হোসেনকে আমরা খুব ভাল করে চিনতাম। বিশেষ করে অর্থনৈতিক রিপোর্টার হিসেবে সবার কাছে  তার গ্রহণযোগ্যতা ছিল। তিনি যখন একটি অর্থনৈতিক বিষয়ক ডেইলি পত্রিকার প্রস্তাব দেন তখন শুরুতে আমরা কেউ রাজি ছিলাম না। ’

তিনি বলেন, ‘দীর্ঘদিন তিনি নাছোড় বান্দার মত আমাদের পেছনে লেগে ছিলেন। শুরুতে বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করা মাত্র ৫০ লাখ টাকায় পত্রিকার যাত্রা শুরু হয়। সেদিন আমরা কেউ ভাবিনি এ পত্রিকা একদিন শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারবে। প্রথমে পাবলিক কোম্পানি করার কথা ভাবলেও পরবর্তী সময়ে নানা বিষয় চিন্তা করে প্রাইভেট কোম্পানি করা হয়। কিন্তু আজ বলতে দ্বীধা নেই ফিনান্সশিয়াল এক্স্রপ্রেস লাভজনক প্রতিষ্ঠান। আর এটা সম্ভব হয়েছে মোয়াজ্জেম হোসেনের গতিশীল নেতৃত্বের কারণে।

মাহবুবুর রহমান বলেন, ‘পত্রিকার শুরুতে শর্ত ছিল আমরা পরিচালকরা কোন দিন পত্রিকা অফিসের ধারেকাছেও ভীড়বো না আর কোনভাবে এতে হস্তক্ষেপ করবো না। নানা প্রতিকূল অবস্থার মধ্যেও আমাদেও কোনদিন এতে হস্তক্ষেপ করার প্রয়োজন হয়নি। দেশে হাতে গোনা প্রথম শ্রেণির কয়েকটি পত্রিকার মধ্যে আজ ফিন্যান্সিয়াল এক্সপ্রেস একটি।’

বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘বিএনপি সরকারের সময় তিনি একটি গুরুত্বপূর্ণ পদে অধীষ্ঠিত ছিলেন। আওয়ামী লীগ সরকার গঠন করার পর তাকে সেখানে রাখতে চাইলে তিনি তাতে বিনীতভাবে বাজি হননি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে বিদেশে গেছেন। তার নাম প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে দেখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভূয়সী প্রশংসা করেছেন। কারণ তিনি যে কোন রাজনীতির ঊর্ধ্বে ছিলেন। তার কাছে দেশের স্বার্থটাই বড় ছিল।’

তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রপথিক মোয়াজ্জেম হোসেনের জীবনাদর্শ প্রতিটি সংবাদ কর্মীর অনুসরণীয় হয়ে থাকবে। যতদিন দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকবে ততদিন মোয়াজ্জেম হোসেন আমাদের মধ্যে বেঁচে থাকবেন।’ 

প্রয়াত মোয়াজ্জেম হোসেনের দীর্ঘ দিনের সহকর্মীরা বাংলাদেশের সংবাদপত্র জগতে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘মোয়াজ্জেম হোসেন ছিলেন সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দিকপাল।’

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/৪ আগস্ট ২০১৮/হাসনাত/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়