ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে অধিনায়কের দায়িত্বে কোহলি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে অধিনায়কের দায়িত্বে কোহলি

ক্রীড়া ডেস্ক: বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলেননি ভারতীয় অধিনায় বিরাট কোহলি।তবে মধুচন্দ্রিমা ও বিবাহোত্তর সংবর্ধনা শেষে এবার ক্রিকেটে ফিরছেন কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরে তার নেতৃত্বে ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা হয়নি লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের। জাদেজা-অশ্বিনের সুযোগ না হলেও দলে অন্তর্ভুক্ত হয়েছেন কুলদীপ যাদব ও যুভেন্দ্র চাহাল।  ইনজুরির কারণে মুম্বাইয়ের রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল খেলতে পারেননি মোহাম্মদ সামি ও শারদুল ঠাকুর। প্রোটিয়া সফরে তাদের দলে ডাকা হয়েছে। হ্যামস্ট্রিং চোট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারে না খেলা কেদার যাদবকেও নেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকায়।

আগামী ১ ফেব্রুয়ারি ডারবানে শুরু হবে ছয় ম্যাচের এই ওয়ানডে সিরিজ। তার আগে টেস্ট সিরিজ খেলবে দুই দল।

ভারতের ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আয়ার, মনীষ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুভেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি ও শারদুল ঠাকুর।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়