ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘অল্প সময়ে এত বেশি মানুষ হত্যার ইতিহাস নেই’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অল্প সময়ে এত বেশি মানুষ হত্যার ইতিহাস নেই’

নিজস্ব প্রতিবেদক : গণহত্যার দায় পৃথিবীর সবচেয়ে বড় দায়, এ কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ‘পৃথিবীতে অনেক গণহত্যা হয়েছে। কিন্তু এত অল্প সময়ে এত বেশি মানুষ হত্যার ঘটনা ইতিহাসে নেই, যা বাংলাদেশে হয়েছে।’

শনিবার গণহত্যা দিবসে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘২৫ শে মার্চ গণহত্যা ও আন্তর্জাতিক স্বীকৃতি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেসক্লাব। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন- সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, আবেদ খান, এম শাহজাহান মিঞা, রাজনীতিবিদ ও সাংবাদিক মোজাফফর হোসেন পল্টু, শাহীন রেজা নূর, আমিনুল ইসলাম, নাসিমুন আরা হক মিনু, কুদ্দুস আফ্রাদ ও মাইনুল আলম প্রমুখ।

মুনতাসীর মামুন বলেন, ‘আমেরিকা, চীন, সৌদি আরব বাংলাদেশের পক্ষে ছিল না। তাই কেউ এ গণহত্যার কথা বলে না। বললে এর দায় তাদের ওপরও বর্তাবে। এজন্য একসময় এটিকে মুছে দেওয়া হলো। মুক্তিযুদ্ধকে কেউ কেউ সিভিল ওয়ারও বলেন। যদি সিভিল ওয়ার হয়, তাহলে তো স্বাধীনতার বিষয়টি থাকে না। যদি গণহত্যা না হতো, তাহলে এত কম সময়ে ১ কোটি লোকের চলে যাওয়া বা আবার ফিরে আসার ঘটনা ঘটত না।’

ইতিহাসের এসব সত্য গোপন করা হয়েছে, এ অভিযোগ করে মুনতাসীর মামুন বলেন, ‘কিন্তু হেজাবিদের (হেফাজত, জামায়াত, বিএনপি) কারণে দীর্ঘদিন এ বিষয়গুলো সামনে আসতে পারেনি। এখন পাঠ্যবইকেও হেজাবিকরণ করা হয়েছে কিন্তু কেউ প্রতিবাদ করছেন না, চার-পাঁচ জন ব্যক্তি ছাড়া।’

সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘পৃথিবীতে গণহত্যার কয়েকটি ঘটনা ঘটেছে। তবে কালো রাত একটিই। সেটি হচ্ছে ২৫ মার্চ। এ দিনটিকে জাতিসংঘ পালন করল কি না করল, আমরা পালন করে যাব। তারা পালন না করলেও কিন্তু এটিকে মানতে হবে। স্বীকৃতি দিতে হবে।’

সাংবাদিক আবেদ খান বলেন, ‘২৫ মার্চ রাতে আমি ইত্তেফাক অফিসে আটকে ছিলাম। যারা আটকে ছিলাম, তাদের মধ্যে এখন কেবল তিনজন বেঁচে আছি। গণহত্যার পরে পুরো ঢাকা শহরে সাইকেল চালিয়ে গণহত্যা ও তাণ্ডবের দৃশ্য দেখেছি।’

জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ১৩ সাংবাদিকসহ ২৫ জন শহীদের নামে ২৫টি গাছ রোপণের ঘোষণা দেন শফিকুর রহমান।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়