ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চান গণমাধ্যম প্রতিনিধিরা

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চান গণমাধ্যম প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক : সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের (ইসি) যে ক্ষমতা আছে সেটির প্রয়োগ করে সব দলের অংশগ্রহণে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মত দিয়েছেন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা।

বুধবার ইসির সঙ্গে সংলাপে গণমাধ্যম প্রতিনিধিরা এ মত দেন। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এ সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এতে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, ‘ভারতের নির্বাচন কমিশনের তুলনায় আইনগত দিক থেকে আমাদের কমিশন  অনেক বেশি শক্তিশালী। আমরা বলেছি, আপনারা শুধু  মেরুদণ্ড সোজা করলেই হবে না, আপনাদের প্রকৃত ভূমিকা পালন করতে হবে। সাংবিধানিকভাবে আপনাদের যে ক্ষমতা আছে সেটির প্রয়োগ করে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যেহেতু কমিশন নির্বাচন আয়োজক সংস্থা সেহেতু সবার অংশগ্রহণের জন্য যে প্রক্রিয়া দরকার তাই করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সকল দলের অংশগ্রহণে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় তার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা, সিভিল সোসাইটির ভূমিকাসহ কীভাবে নির্বাচন সুষ্ঠু করা যায় তার ব্যবস্থা করতে হবে কমিশনকে।’

নঈম নিজাম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন যদি মনে করে সেনাবাহিনী প্রয়োজন তাহলে অবশ্যই সেনাবাহিনী ব্যবহার করবে।’

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বলেন, ‘নির্বাচন চলাকালীন যেসব সংস্থা প্রত্যক্ষ-পরোক্ষ কাজ করে তাদের ভূমিকাটা কেমন হবে তা আমরা জানতে চেয়েছিলাম। এসব সংস্থাকে বলিষ্ঠভাবে আপনারা (ইসি) নিয়ন্ত্রণ করেন যেন জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

নির্বাচনে কালো টাকা ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘কমিশন নির্বাচনী ব্যয় বেঁধে দিলেও প্রার্থীরা তা মানেন না। কালো টাকা ব্যবহার রোধে ইসিকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘না ভোট বিষয়ে কমিশনকে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে। নির্বাচনের প্রার্থী হিসেবে আমার কাউকে ভালো লাগতে না পারে। এটা সাংবিধানিক অধিকার। তাই না ভোট থাকার প্রয়োজন আছে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৬/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়