ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভোলা-বরিশাল সেতু

সম্ভাব্যতা যাচাই শেষ, স্থান নির্ধারণ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সম্ভাব্যতা যাচাই শেষ, স্থান নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাই শেষে স্থান নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের মধ্যেই জমি অধিগ্রহণসহ ব্রিজ নির্মাণ কাজের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজ ও বাংলাদেশ সেতু বিভাগের ঊর্ধ্বতন একটি দলের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী রাইজিংবিডিকে এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, অবশেষে ভোলাবাসীর দাবি পূরণ হতে যাচ্ছে। ভোলা-বরিশাল সংযোগ সড়ক নির্মাণ হচ্ছে। ভোলাবাসীকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে। সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় আলোর মুখ দেখতে যাচ্ছে ভোলা-বরিশাল সংযোগ সড়ক।

তিনি বলেন, সড়কটি নির্মাণের মাধ্যমে ভোলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। এজন্য ভোলাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। ভোলায় ২ ট্রিলিয়নের বেশি প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। অনুসন্ধান চলছে, আরো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ভোলায় গ্যাসভিত্তিক শিল্প কল-কারখানা গড়ে উঠতে শুরু করেছে। কারখানায় উৎপাদিত পণ্য পদ্মা সেতু দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা যাবে এবং বিদেশে রপ্তানি করার সুযোগ সৃষ্টি হবে। এর মধ্য দিয়ে ভোলা শুধু শিল্প নগরীই হবে না, ভোলা হবে দেশের শ্রেষ্ঠ জেলা।

তোফায়েল আহমেদ বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ হলে আর পদ্মা সেতুর কাজ শেষ হলে ভোলার মানুষ পাঁচ ঘণ্টার মধ্যে ঢাকায় যেতে পারবে। তা ছাড়া ভোলায় প্রাপ্ত বিপুল পরিমাণ প্রাকৃতকি গ্যাসের ওপর ভিত্তি করে ব্যাপক শিল্প কারখানা গড়ে উঠবে। এমন এক সময় আসবে যখন ভোলার টাকা দিয়ে ভোলা-লক্ষ্মীপুর মেঘনা ব্রিজও নির্মাণ করা হবে।

সভায় ভোলা-বরিশাল ব্রিজের সম্ভাব্যতা যাচাই (সার্ভে রিপোর্ট) উপস্থাপন করা হয়। রিপোর্টে তিনটি পয়েন্টে ব্রিজ নির্মাণের প্রস্তাব করা হলে ভেদুরিয়া-লাহারহাট পয়েন্টটিতে ব্রিজ নির্মাণের জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ উপস্থিত সকলে সম্মতি প্রদান করেন। এদিকে দ্বীপজেলা ভোলাবাসীর দীর্ঘ দিনের স্বপ্নের সেতু ভোলা-বরিশাল ব্রিজের সাইট সিলেকশনের খবর ছড়িয়ে পড়লে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামান বলেন, ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের লক্ষ্যে গত বছর ভারতের স্টুপ, ইংল্যান্ডের কাউই এবং বাংলাদেশের ডিডিসি ও দেবকন কনসাল্টেন্ট নামের এই চারটি কোম্পানির যৌথ একটি পরামর্শক গ্রুপ ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছিল। ইতোমধ্যে প্রাথমিক রির্পোট পেশ করা হয়েছে। আগামী পাঁচ মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট প্রদান করা হবে।

এদিকে প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয় ভেদুরিয়া ফেরিঘাট থেকে লাহারহাট ফেরিঘাট এই সাইটটিতে ব্রিজ নির্মাণ করা হলে লাহারহাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে আধা (৫০০ মিটার) কিলোমিটার, কালাবদর নদীতে ৩.৪ কিলোমিটার এবং ভেদুরিয়া সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ১.২ কিলোমিটার ব্রিজ এবং মাঝখানের চর ও ছোট ছোট খালে ৩.৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৯৩ কোটি টাকা।

পরামর্শক গ্রুপের প্রধান নিরমাল বন্দ্যোপাধ্যায় জানান, প্রাথমিকভাবে তিনটি সাইটে (পয়েন্টে) ব্রিজটি নির্মাণের প্রস্তাব করা হয়। প্রথমটি হচ্ছে বরিশালের লাহারহাট ফ্রেরিঘাট থেকে ভোলার ভেদুরিয়া ফ্রেরিঘাট। দ্বিতীয়টি পটুয়াখালীর ধুলিয়া লঞ্চঘাট হয়ে থেকে ভোলার ভেলুমিয়া লঞ্চঘাট এবং তৃতীয়টি বরিশাল বাকেরগঞ্জের টুমচর থেকে ভোলার ভেলুমিয়ার গাজীরচর।

সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ভোলার ভেদুরিয়া থেকে লাহারহাট সাইটটিতে তুলনামূলক কম খরচে ব্রিজ নির্মাণ করা সম্ভব।

জমি অধিগ্রহণের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সহায়তা করার আহ্বান জানিয়ে সচিব আরো বলেন, যত দ্রুত জমি অধিগ্রহণ করা সম্ভব হবে তত দ্রুত ব্রিজ নির্মাণ কাজ শুরু করা যাবে।

পরে পরামর্শক গ্রুপের সাথে ভোলা-বরিশাল ব্রিজের দুটি স্পট সরেজমিন পরিদর্শন করেছেন বাণিজ্যন্ত্রী তোফায়েল আহমেদ, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়