ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্বকাপ উপলক্ষে চারটি স্মারক ডাক টিকিট

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ১৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপ উপলক্ষে চারটি স্মারক ডাক টিকিট

জ্যেষ্ঠ প্রতিবেদক : ফুটবল বিশ্বকাপ উপলক্ষে চারটি স্মারক ডাক টিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এসব স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিটি ১০ টাকা মূল্যমানের চারটি ডাক টিকিট, প্রতিটি ৫০ টাকা মূল্যমানের দুটি স্যুভেনির শিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করা হয়। এজন্য একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

মোস্তাফা জব্বার বলেন, ‘ফুটবলে আমরা পিছিয়ে থাকলেও ক্রিকেটে এগিয়ে আছি। আশা করছি, আগামীতে ফুটবলেও আমরা বিশ্বকাপে যাব।’

ডাক টিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড আজ থেকে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি হচ্ছে। পরবর্তী সময়ে অন্যান্য জিপিও বা প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘরে এ স্মারক ডাক টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে ডাক বিভাগ।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৮/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়