ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যৌন নিপীড়ন রোধে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যৌন নিপীড়ন রোধে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক : যৌন নিপীড়ন রোধে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন সমাজের সচেতন নাগরিকরা। প্রতিটি করপোরেট অফিসে যৌন নিপীড়নবিরোধী কমিটি গঠনের দাবিও জানান তারা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, নারী সাংবাদিক ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বানু, সাধারণ সম্পাদক শারমিন রিনভি প্রমুখ।

মানববন্ধনে নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, #মি টু হচ্ছে সারা বিশ্বব্যাপী যৌন নিপীড়নের শিকার নারীদের আন্দোলন। আমাদের আন্দোলন নিপীড়কদের বিরুদ্ধে, কোনো পুরুষের বিরুদ্ধে নয়। এ অপরাধীরা মানুষ না, তারা মানুষের মতো প্রাণী। তাদের রুখতে হবে। অপরাধী যেই হোক তাকে ভয় পেলে চলবে না। তাদের সামাজিকভাবে বর্জন করতে হবে। সমাজের যেন কোনো অপারাধী মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

মানববন্ধনে জানানো হয়, এ পর্যন্ত নয়জন নারী ও একজন পুরুষ এই নিপীড়নের শিকার করেছেন। এছাড়া প্রকাশক, অধ্যাপক, ব্যবসায়ী, সাংবাদিকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। পাশ্চাত্যে এ আন্দোলন শুরু হয়েছে। এরপর হলিউড, বলিউডসহ বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনার পরম্পরা প্রকাশ পাচ্ছে।




রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৮/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়