ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নিজেদের ফেবারিট মনে করছেন না মাশরাফি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৮ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজেদের ফেবারিট মনে করছেন না মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। আগামীকাল রোববার থেকে মাঠে গড়াতে যাচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। টেস্টের মতো ওয়ানডেতেও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চাওয়া ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। কিন্তু এখনই হোয়াইটওয়াশ নিয়ে ভাবতে রাজি নন মাশরাফি। এমনকী তিনি এই সিরিজে বাংলাদেশকে ফেবারিট ভাবতেও রাজি নন। সিরিজ জয়ের ক্ষেত্রে তিনি উভয় দলের ফিফটি-ফিফটি সম্ভাবনা দেখছেন।

মাশরাফি বলেন, ‘ফেবারিটের ক্ষেত্রে আমি বলব সমানভাবে। কারণ ওদের দলে কিছু আছে যেটা দুর্দান্ত। একজন ফাস্ট বোলার আছে। জোরে বোলিং করবে। যেটা হয় যে, জোরে বোলারদের অনেক সময় হুটহাট করে উইকেট পড়ে যায়। তাতে শুরুতে চাপ আসে। তাই এই জায়গাগুলো চিন্তা করার ব্যাপার আছে। একইভাবে ওদের কিছু আমাদের থেকে অনেক বেশি সাহায্য পাবে। ওয়েস্ট ইন্ডিজের আসলে মাসল পাওয়ার অনেক বেশি। এই ধরনের ফরম্যাটে একজন দুইজন কিন্তু গেইম চেইঞ্জ করে দিতে পারে। এই জায়গাটায় ওদের কয়েকজন আছে এমন, ডেস্ট্রয় করতে পারে। আমাদের ওদের বিপক্ষে এই পার্টটা খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। ওদের জন্য ফরম্যাট যত ছোট হবে তত বেশি স্যুট করবে। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ওরা যেন জুটি বড় করতে না পারে। আর এমনি এমনি তো জেতা সম্ভব না। অবশ্যই হোম ওয়ার্ক, একইসঙ্গে মাঠে বাস্তবায়নটা শতভাগ ঠিক থাকতে হবে। অন্তত ৮০ ভাগ ঠিক থাকলে হয়তোবা ভালো ম্যাচ হবে। আমি আশা করছি না যে টেস্টের মতো বা আগে পরে যেসব ম্যাচ জিতে আসছি এত সহজ হবে।’

অবশ্য ভালো করার রাস্তাটাও চেনা-জানা মাশরাফির, ‘আমাদের সব ডিপারটমেন্ট ভালো করলে আমাদের চান্স থাকবে। বিশেষ করে ব্যাটিংয়ে। এ উইকেট কেমন আচরণ করবে, সেটার ওপর অনেক কিছু নির্ভর করবে। যদি ব্যাটিংয়ে হেল্প করে তাহলে বোলারদের চ্যালেঞ্জ থাকবে। আসলে উইকেট জাজ করা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু মিরপুরে দুটি ম্যাচ হবে। উইকেট কেমন আচরণ করবে সেই ইনিশিয়াল জাজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ।’

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার বিষয়ে প্রশ্ন করা হলে মাশরাফি বলেন, ‘এখনো ওয়ানডে একটাও শুরু হয়নি। হোয়াইটওয়াশ তো মাথায় আসার সুযোগ নাই। তবে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। দেখা যাক কাল কেমন হয়। আমার কাছে মনে হয় প্রথম ম্যাচের দিকেই ফোকাস থাকাই বেটার। একটা একটা ম্যাচ ভাবা ছাড়া সুযোগ নেই। প্রথম ম্যাচ খেলতে নামার আগে তিনটা ম্যাচ নিয়ে ভাবলে অনেক চাপ আসে। প্রস্তুতি ম্যাচের উইকেট যেমন ছিল, এখানকার উইকেট নিশ্চিয়ই ওরকম থাকার কথা না। কারণ এখানে তিন’শ রানের ইনিংস আবার চেজ খুব কমই হয়। সেক্ষেত্রে ভলিউমটা ভিন্ন হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রস্তুতি ম্যাচে যেটা আত্মবিশ্বাস দরকার ছিল, যা যা দরকার ছিল করতে পেরেছে। এখন আসল কাজ শুরু কাল থেকে। প্রথম ম্যাচটা আসলে বেশি গুরুত্বপূর্ণ। তার পরেরটা পরে ভাবা যাবে।’




রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ