ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুপ্রিম কোর্ট দিবসের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ১৮ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুপ্রিম কোর্ট দিবসের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : কেক কেটে সুপ্রিম কোর্ট দিবস-২০১৮ এর উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, রক্তদানের মতো মহৎ কাজ আর হতে পারে না। এখানে যারা রক্ত দান করছেন তারা স্বরণীয় হয়ে থাকবেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে  আয়োজিত এই কেক কাটার কর্মসূচিও স্বরণীয় হয়ে থাকবে। রক্তদাতাদের অভিনন্দন জানান প্রধান বিচারপতি।

আইনজীবী সমিতির সহসম্পাদক কাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় ও সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান। এছাড়াও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৫ অক্টোবর প্রতি বছরের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয় কোর্ট প্রশাসন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ডিসেম্বর ২০১৮/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়