ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে আফগানিস্তানের সর্বোচ্চ রান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে আফগানিস্তানের সর্বোচ্চ রান

ক্রীড়া ডেস্ক : কেনিয়ার বিপক্ষে জোহানেসবার্গে ২০০৭ সালে শ্রীলঙ্কা করেছিল ৬ উইকেটে ২৬০ রান। টি-টোয়েন্টিতে সেটা ছিল দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৬ সালে শ্রীলঙ্কার মাটিতে সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া।

গ্লেন ম্যাক্সওয়েলের ৬৫ বলে ৯ ছক্কা ও ১৪ চারে করা ১৪৫ রানে ভর করে ৩ উইকেটে ২৬৩ রান করেছিল অজিরা। সেটা ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রান। আজ শনিবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে আফগানিস্তান। ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছে আফগানিস্তান।

এমন রেকর্ড রান তোলার ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন আফগানিস্তানের তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান হযরতুল্লাহ জাজাই। তিনি ৬২ বলে ১১ চার ও ১৬ ছক্কায় করেছেন অপরাজিত ১৬২ রান। তার সঙ্গে ৪৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৮ রান করেছেন উসমান গনি। উদ্বোধনী জুটিতে তারা দুজন রেকর্ড ২৩৬ রান তুলেছেন।

এ যাত্রায় তারা ভেঙে দিয়েছেন অ্যারোন ফিঞ্চ ও ডার্চি শর্টের উদ্বোধনী জুটিতে গড়া রেকর্ড। ২০১৮ সালের জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিঞ্চ ও শর্ট উদ্বোধনী জুটিতে তুলেছিলেন রেকর্ড ২২৩ রান। আজ জাজাই আর গনি করেছেন ২৩৬ রান।



রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়