ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুক্তরাষ্ট্রে সবপণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাবি ব্যবসায়ীদের

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৪, ২৭ মে ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে সবপণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাবি ব্যবসায়ীদের

অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, ২৭ মে : দক্ষিণ এশিয়ার অন্য দেশের মতো বাংলাদেশের প্রতিটি পণ্য আমেরিকায় শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি মো. সবুর খান।

একই সঙ্গে বাংলাদেশে কৃষিসহ বিভিন্নখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। রোববার বিকেলে ডিসিসিআই ভবনে ‘ইউএস-বাংলা পার্টনারশিপ ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি এ আহবান জানান।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পণ্যবাজারে পরিণত হচ্ছে বলে মন্তব্য করে মো.সবুর খান বলেন, ছয় বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য আমদানির পরিমাণ দ্বিগুণ হয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশে যেখানে ৩৪৫ মিলিয়ন ডলারের পণ্য আমেরিকা থেকে আমদানি হতো, সেখানে ২০১১-১২ অর্থ বছরে আমদানি হয়েছে ৭০৫ মিলিয়ন ডলারের পণ্য।

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে গ্যাস,বিদ্যুৎ, জ্বালানি ও স্বাস্থ্যখাতে বিনিয়োগের আহবান জানিয়ে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশের মতো আমারদেরও সমান সুযোগ দেওয়া হোক। আমরা বাংলাদেশের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করব, যাতে আমেরিকা কৃষিসহ বিভিন্নখাতে বিনিয়োগ করতে পারে।

আমেরিকার অর্থনীতি বিষয়ক সহকারি সচিব জোসে ফার্নান্দেজ বলেন, বাংলাদেশে ব্যবসা করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।তবে কোন চ্যালেঞ্জই খুব বেশি বড় নয়।

তিনি বলেন, ঔষধসহ নানা খাতে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে এদেশে। এ সময় ব্যবসার ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে ব্র্যান্ড হিসেবে উল্লেখ করেন তিনি। ডিসিসিআই সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য তুলে ধরেন ফাইন্যান্সিয়াল এক্সিলেন্সের সভাপতি মামুন রাশিদ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মোস্তফা আবিদ খান প্রমুখ।

 

রাইজিংবিডি/এনএমএস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়