ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুরোনো ডিজাইনের জিমেইল ব্যবহারের উপায়

স্বপ্নীল মাহফুজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৯:১০, ১৯ সেপ্টেম্বর ২০২০
পুরোনো ডিজাইনের জিমেইল ব্যবহারের উপায়

স্বপ্নীল মাহফুজ : পরিবর্তন সকলের কাঙ্ক্ষিত বিষয় নয়। কেউ পরিবর্তন ভালোবাসে, কেউবা অপরিবর্তিত বিষয়টিই পছন্দ করে। গত কয়েক মাস ধরে, গুগল তাদের জনপ্রিয় ই-মেইল পরিষেবা জিমেইলের নতুন ডিজাইন চালু করেছে এবং কিছু ব্যবহারকারী জিমেইলের নতুন ডিজাইন নিয়ে উৎসাহী নন।

নতুন ডিজাইন অবশ্য বেশ সুবিধাজনক। যেমন ই-মেইলের সঙ্গে কি ধরনের অ্যাটাচ ফাইল আছে তা ই-মেইল ওপেন না করেই নির্দিষ্ট আইকন দেখে জানা যায়। ইমেজ, ডকুমেন্ট, পিডিএফ, জিপ, স্লাইডস প্রভৃতি অ্যাটাচ ফাইলগুলো নির্দিষ্ট আইকনে প্রদর্শিত হয়। রয়েছে স্মার্ট রিপ্লে সুবিধাও। গুগলও চায় না, জিমেইল ব্যবহারকারীরা পুরোনো ভার্সনে ফিরে যাক। পুরোনো ভার্সনে পুরোপুরি ফেরার পথ গুগল বন্ধ রাখলেও, অপশন রেখেছে পুরোনো ভার্সনের স্বাদ নেওয়ার।

সুতরাং, ইনবক্সে আসা ই-মেইলগুলোর অ্যাটাচ ফাইলের আইকোনগুলো যদি আপনার ভালো লেগে না থাকে, তাহলে পুরোনো ভার্সনের অ্যাটাচ আইকন ব্যবহার করতে পারবেন। যেখানে আপনার জিমেইলের ইনবক্স পুরোনো ভার্সনের মতোই প্রদর্শিত হবে। এজন্য যা করতে হবে তা হচ্ছে-

* আপনার জিমেইল ওপেন করে ডান দিনের কোণায় থাকায় ‘settings’ আইকনটিতে ক্লিক করুন।
* এবার ‘Display density’ অপশনটিতে ক্লিক করুন।
* ‘default’, ‘comfortable’ এবং ‘compact’- তিনটি অপশন দেখতে পাবেন।
* default অপশনটি বর্তমান ডিজাইন, comfortable অপশন পুরনো ভার্সনের মতো হলেও প্রতিটি ই-মেইলের মাঝে গ্যাপ বেশি, compact অপশন পুরোনো ভার্সনের মতো এবং ই-মেইলের মাঝে গ্যাপ নেই, যা জিমেইলের প্রকৃত পুরোনো ভার্সনের অভিজ্ঞতা দেবে।

তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার

পড়ুন :

 

রাইজিংবিডি/ঢাকা/১ ডিসেম্বর ২০১৮/ফিরোজ       

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়