ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লর্ডসে প্রথম দিনটা বোলারদের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৩, ৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লর্ডসে প্রথম দিনটা বোলারদের

ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই সাফল্য এনে দেন কেমার রোচ

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো সেপ্টেম্বর মাসে টেস্ট হচ্ছে লর্ডসে। প্রথম দিনেই উইকেট পড়ল ১৪টি। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী মেলে ধরার পর ঘুরে দাঁড়াল দারুণভাবে। দুই দলের বোলাররাই দেখাল দাপট। তাতে সিরিজ নির্ধারণী এই টেস্টের প্রথম দিনের খেলায়ও দারুণ ভারসাম্য।

বেন স্টোকসের ৬ উইকেট শিকারে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১২৩ রানেই। জবাব দিতে নেমে স্বস্তিতে নেই ইংল্যান্ডও। বৃহস্পতিবার প্রথম দিন শেষে ৪৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

এদিন টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু ২২ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ক্রেইগ ব্রাফেট ও কাইল হোপকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে শুরুর ধাক্কাটা দেন জেমস অ্যান্ডারসন। হোপকে ফিরিয়ে টেস্ট উইকেট-সংখ্যা ৪৯৯-এ নিয়ে যান ইংলিশ পেসার।

প্রথম ইনিংসে অবশ্য পাঁচশ’র মাইলফলকটা ছোঁয়া হয়নি অ্যান্ডারসনের। এরপর সফরকারী ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরিয়েছেন যে স্টোকস। তাতে একটা সময় ২ উইকেটে ৭৮ থেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর পরিণত হয় ৭ উইকেটে ১০১! চা বিরতির পর ৫৭.৩ ওভারে ১২৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ৩৯ রান এসেছে কাইরান পাওয়েলের ব্যাট থেকে।

১৪.৩ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৬ উইকেট নেন স্টোকস। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। আগের সেরা ছিল ৩৬ রানে ৬ উইকেট। মাত্র অষ্টম ক্রিকেটার হিসেবে লর্ডসে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিলেন স্টোকস। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট করেছিলেন সেঞ্চুরি। অ্যান্ডারসনের পাশাপাশি ২ উইকেট নিয়েছেন তরুণ পেসার টবি রোল্যান্ড-জোন্সও।

জবাবে ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটাও হয় বিবর্ণ। তৃতীয় ওভারে কেমার রোচের বলে উইকেটকিপার ডোরিচকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মার্ক স্টোনম্যান। স্বাগতিকদের সংগ্রহ তখন ১ উইকেটে ১ রান। খানিক বাদেই সেটি হয়ে যায় ৪ উইকেটে ২৪!

স্টোনম্যানের পর আরেক ওপেনার অ্যালিস্টার কুককেও ডোরিচের ক্যাচ বানিয়ে বিদায় করেন রোচ। আর অধিনায়ক হোল্ডার নিজের পরপর দুই ওভারে ফিরিয়ে দেন টম ওয়েস্টলি ও জো রুটকে। ওপরের দিকের চার ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল কুক (১০)।

এরপর ডেভিড মালানকে নিয়ে প্রতিরোধ গড়েন স্টোকস। বৃষ্টি আর আলোর স্বল্পতায় আগেভাগেই দিনের খেলা শেষ হওয়ার আগে ২২ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন দুজন। দুজনই অপরাজিত ১৩ রানে।



রাইজিংবিডি/ঢাকা/৮ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ