ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সমাজে দুর্নীতির ব্যাপকতা অস্বীকার করার উপায় নেই’

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সমাজে দুর্নীতির ব্যাপকতা অস্বীকার করার উপায় নেই’

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, এক সময় সামাজিকভাবে বলা হতো চাকরিতে বেতন বাদে ‘উপরি’ কেমন? এক সময় উপরি আয়ের প্রতি অনেকের নজর ছিল। এখন আর সে অবস্থা নেই। বরং মানুষ এখন উপরির দিকে তাকাতে চায় না। অনেকেই মনে-প্রাণে এটাকে ঘৃণা করে। দুদক উপরি গ্রহণের প্রথা ভাঙতে ফাঁদ মামলাসহ বিভিন্ন কৌশলগত কার্যক্রম গ্রহণ করছে। তারপরও আমাদের সমাজে দুর্নীতির ব্যাপকতা অস্বীকার করার উপায় নেই।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের সততা সংঘ আয়োজিত শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ উন্নয়নের বিভিন্ন সূচকে ঈর্ষণীয় সাফল্য লাভ করলেও দুর্নীতি কিংবা সুশাসনের অন্যান্য সূচকে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। প্রতি বছর টিআই দুর্নীতির ধারা সূচকে বাংলাদেশের যে অবস্থান প্রকাশ করে, তা মোটেই গৌরবের নয়। আমরা কেন পর পর পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম? এসব প্রশ্নের উত্তর অবশ্যই আমাদের দিতে হবে।

তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা, জাতিগতভাবে দুর্নীতির প্রতি শুন্য সহিষ্ণুতা, সৎ, দক্ষ ও সক্ষম সিভিল সার্ভিস তথা আমলাতন্ত্র ব্যতিরেকে দুর্নীতি দমন কিংবা সুশাসন নিশ্চিত করা কঠিন এবং কোনো কোনো ক্ষেত্রে প্রায় অসম্ভব বলে অনেকেই মনে করেন। আমরা সমন্বিতভাবে যদি দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধ করতে পারি, তা হলে এটি প্রতিকারমূলক ব্যবস্থার চেয়ে উত্তম হবে। তাই দুর্নীতির কোনো ঘটনা ঘটছে, জানতে পারলেই কমিশনের হটলাইন ১০৬-এ জানিয়ে দেই।

তিনি তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একদিন তোমরাই দেশের নেতৃত্ব দিবে। তাই তোমাদের সততা, নৈতিকমূল্যবোধ হতে হবে কালোত্তীর্ণ মানদণ্ডে সর্বোচ্চ। তোমাদের সততা বিকশিত হয়ে পরিশুদ্ধ হবে সমাজ। আমাদের দৃষ্টিসীমায় এখন অন্ধকারের অমানিশা কেটে আলোয় উদ্ভাসিত বাংলাদেশ।

সমাবেশে বক্তব্য রাখেন কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুরুননবী, উত্তরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল খালেক, কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম।



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়