ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যেসব পাসওয়ার্ডে হ্যাকিং ঝুঁকি

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেসব পাসওয়ার্ডে হ্যাকিং ঝুঁকি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ২০১০ সালে এক গবেষণায় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ড হিসেবে চিহ্নিত করা হয় ‘123456’ কমন পাসওয়ার্ডটিকে। এছাড়াও চিহ্নিত করা হয় আরো কিছু কমন পাসওয়ার্ড।

এরপরও প্রতি বছরই নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর গবেষণায় দেখা যাচ্ছে যে, অ্যাকাউন্ট হ্যাকিং বেশি হচ্ছে কমন পাসওয়ার্ডগুলোর কারণেই। নিরাপত্তা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করার পরও সহজ ও কমন পাসওয়ার্ড পরিহারে মানুষ সচেতন হচ্ছে না।

পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সেবা কিপার সার্ভিসের গবেষকরা সম্প্রতি ২০১৬ সালে পাবলিক ডোমেইনে ফাঁস হওয়া ১০ মিলিয়ন পাসওয়ার্ড বিশ্লেষণ করেছে। পাসওয়ার্ডগুলো যাচাই করে তারা বিপজ্জনক ২৫টি কমন পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে।

১. 123456

২. 123456789

৩. Qwerty

৪. 12345678

৫. 111111

৬. 1234567890

৭. 1234567

৮. Password

৯. 123123

১০. 987654321

১১. Qwertyuiop

১২. Mynoob

১৩. 123321

১৪. 666666

১৫. 18atcskd2w

১৬. 7777777

১৭. 1q2w3e4r

১৮. 654321

১৯. 555555

২০. 3rjs1la7qe

২১. Google

২২. 1q2w3e4r5t

২৩. 123qwe

২৪. Zxcvbnm

২৫. 1q2w3e

অনলাইনে আপনার যেকোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি উপরোক্ত তালিকার কোনোটি হয়, তাহলে এখনই বদলে ফেলুন। পাসওয়ার্ড প্রযুক্তি আর্শীবাদস্বরূপ। আপনার অ্যাকাউন্টে অন্যের প্রবেশ ঠেকাতে এটি দুর্ভেদ্য শক্তি হিসেবে ব্যবহার করুন। ৮ ডিজিটের কিংবা তার বেশি ডিজিটের পাসওয়ার্ড (অক্ষর, নম্বর এবং চিহ্নের সমন্বয়ে) ব্যবহার করুন। বিভিন্ন সাইটের জন্য আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করুন। সবগুলো পাসওয়ার্ড সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন। খুব পরিচিত অর্থাৎ কমন পাসওয়ার্ড পরিহার করুন।

পড়ুন :



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/ফিরোজ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ