ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাম্পাওলিই হচ্ছেন আর্জেন্টিনার নতুন কোচ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাম্পাওলিই হচ্ছেন আর্জেন্টিনার নতুন কোচ

হোর্হে সাম্পাওলি

ক্রীড়া ডেস্ক : এদগার্দো বাউজা বরখাস্ত হওয়ার পর থেকেই চলছিল গুঞ্জন, কে হচ্ছেন আর্জেন্টিনার পরবর্তী কোচ। সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল স্প্যানিশ ক্লাব সেভিয়ার বর্তমান কোচ হোর্হে সাম্পাওলির নাম। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া নিশ্চিত করেছেন, সাম্পাওলিই তাদের একমাত্র প্রার্থী।

সেভিয়ার সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ আছে সাম্পাওলির। এএফএর প্রেসিডেন্ট তাপিয়া জানিয়েছেন, সাম্পাওলিকে কোচ হিসেবে পেতে তারা সেভিয়ার সঙ্গে আলোচনায় বসবে।

বৃহস্পতিবার তাপিয়া ইএসপিএনকে বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে, তিনি (সাম্পাওলি) একমাত্র প্রার্থী। কিন্তু আমরা সেভিয়াকেও সম্মান করছি, কারণ তিনি এখনো সেখানে কাজ করছেন। এখন তার সেভিয়া ছাড়া নিয়ে আমরা আলোচনা শুরু করব।’

৫৭ বছর বয়সি সাম্পাওলি এর আগে চিলির কোচ ছিলেন। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত চিলির দায়িত্ব পালন করে তিনি সেভিয়ায় যোগ দেন। তার অধীনেই আর্জেন্টিনাকে হারিয়ে ২০১৫ কোপা আমেরিকা জিতেছিল চিলি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ