ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠল কারা?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠল কারা?

চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত

ক্রীড়া ডেস্ক : প্রথম তিন দল হিসেবে মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। শনিবার নিউজিল্যান্ডকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত।

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটা দুই দলের জন্যই ছিল বাঁচা-মরার লড়াই। জিতলে সেমিফাইনাল, হারলেই বাদ- এমন সমীকরণের ম্যাচে কিউই মেয়েদের ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে মিতালি রাজের দল। ভারতের করা ২৬৫ রান তাড়া করতে নেমে ৭৯ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস।

প্রথম রাউন্ডের শেষ দিনে জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল স্বাগতিক ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াও। সাত ম্যাচে দুই দলেরই পয়েন্ট সমান ১২, তবে নেট রানরেটে এগিয়ে আছে ইংল্যান্ড। ১০ পয়েন্ট নিয়ে তিনে ভারত, ৯ পয়েন্ট নিয়ে চারে দক্ষিণ আফ্রিকা।

নিয়ম অনুযায়ী শীর্ষে থাকা ইংল্যান্ড প্রথম সেমিফাইনালে খেলবে চারে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।

সেমিফাইনালের লাইনআপ:


প্রথম সেমিফাইনাল: ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ১৮ জুলাই, ব্রিস্টল

দ্বিতীয় সেমিফাইনাল: অস্ট্রেলিয়া-ভারত, ২০ জুলাই, ডার্বি।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়