ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ছয় গোলের রোমাঞ্চে চেলসি-রোমার ড্র

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩২, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছয় গোলের রোমাঞ্চে চেলসি-রোমার ড্র

ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : চেলসির হয়ে জোড়া গোল করেছেন এডেন হ্যাজার্ড। রোমার হয়ে এডিন জেকোও করেছেন জোড়া গোল। চ্যাম্পিয়নস লিগে দুই দলের ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচটা ড্র হয়েছে ৩-৩ গোলে।

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে ম্যাচের ১১ মিনিটেই চেলসিকে এগিয়ে দেন ডেভিড লুইজ। ডি বক্সের সামনে থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

৩৭ মিনিটে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন হ্যাজার্ড। তিন মিনিট পরই দারুণ এক গোলে ব্যবধান কমান রোমার অ্যালেক্সান্ডার কোলারভ। চেলসির দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল পাঠিয়ে সেটি ধরে জোরালো শটে লক্ষ্যভেদ করেন সার্বিয়ান এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে ৬৪ থেকে ৭০, সাত মিনিটের দুই গোল করেন জেকো। এর প্রথমটি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সেরা গোলগুলোরই একটি। মাঝ মাঠ থেকে উড়ে আসা ক্রসে দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে দেন বসনিয়ার এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটা করেছেন হেডে।

একটা সময় ২-০ গোলে পিছিয়ে থাকা রোমা তখন ৩-২ গোলে এগিয়ে! পাঁচ মিনিট পরই অবশ্য নিজের জোড়া গোল পূর্ণ করেন হ্যাজার্ড। তাতে ঘরের মাঠে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে চেলসি।

তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে চেলসি। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রোমা। গ্রুপের অন্য ম্যাচে কারাবাগের সঙ্গে গোলশূন্য ড্র করে ২ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কারাবাগের সংগ্রহ ১ পয়েন্ট।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়