ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাকিবের অনুপস্থিতি মানতে পারেননি হাথুরুসিংহে

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিবের অনুপস্থিতি মানতে পারেননি হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ এমনিতেই ছিল অগ্নিপরীক্ষা| সাকিব আল হাসান না থাকায় পরীক্ষায় পাস মার্কও তুলতে পারেনি বাংলাদেশ! ক্লান্তি ঘোচাতে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বিশ্রাম চেয়েছিলেন।

বোর্ড দীর্ঘমেয়াদের কথা চিন্তা করে সাকিবকে দিয়েছিল বিশ্রাম। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের অনুপস্থিতি মানতে পারেননি কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সদ্য পদত্যাগ করা কোচ বাংলাদেশে এসেছেন আনুষ্ঠানিকতা সারতে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে শনিবার রাতে হোটেল র‍্যাডিসনে সৌজন্য সাক্ষাত করেন হাথুরুসিংহে। সেখানে বোর্ড সভাপতিকে নিজের আক্ষেপের কথা জানান হাথুরুসিংহে।|


বৈঠক শেষে নাজমুল হাসান বলেন,‘দক্ষিণ আফ্রিকা সফরটা নিয়ে প্রথম থেকেই তার একটা অসন্তুষ্টি ছিল। এখানে খেলোয়াড়দের মানসিকতা নিয়েও তার সমস্যা ছিল। উদাহরণ হিসেবে, সাকিব টেস্ট খেলতে যাবে না এটাও সে মেনে নিতে পারেনি। তার কথা, সাকিব কেন খেলবে না? এমন গুরুত্বপূর্ণ একটা সফরে এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেন দেশের হয়ে খেলবে না!’

সাকিবের বিশ্রাম হয়তো বড় কোনো কারণ নয়। কিন্তু ক্ষুদ্র ইস্যু! তবে কোচের পদত্যাগের মূল কারণ দক্ষিণ আফ্রিকায় ঘটে যাওয়া কিছু ঘটনা। নাজমুল হাসান বলেছেন,‘দক্ষিণ আফ্রিকায় আরো কিছু ঘটনা ঘটেছিল। পাশাপাশি সফরে আমাদের পুরো খেলা, পারফরম্যান্স, মানসিকতা নিয়ে হাথুরুসিংহে অত্যন্ত হতাশ। সে কখনো চিন্তাই করতে পারে না বাংলাদেশ এ ধরনের একটা খেলা খেলতে পারে। তার ভাবনাতেই ছিল না। তার মনে হয়েছে যে, এ ধরনের দলকে তার দেওয়ার কিছু নেই। যা দেওয়ার ছিল তা দিয়ে দিয়েছে। তার মনে হয়েছে, এভাবে চললে সে আর বাংলাদেশকে সামনে নিয়ে যেতে পারবে না। তাই তার চলে যাওয়াই ভালো।’

হাথুরুসিংহে বাংলাদেশকে দিয়েছেন অনেক সাফল্য। বাংলাদেশও তাকে কম কিছু দেয়নি। মাশরাফি-সাকিবদের সাফল্যে ভর করে প্রোফাইল ভারী হয়েছে হাথুরুসিংহেরও। অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের যখন কোচ ছিলেন, তখন তাকে চিনত খুব কম মানুষ। কিন্তু আজ হাথুরুসিংহের যশ-খ্যাতি আকাশচুম্বি।

নাজমুল হাসানও মনে করিয়ে দিয়েছেন সে কথা,‘হাথুরুসিংহেকে আমরা যখন নিয়েছিলাম তখন কিন্তু সে কোনো নাম করা কোচ ছিল না। বেশিরভাগ মানুষ তার নামই কোনো দিন শুনেনি। এটা হলো বাস্তবতা। আমাদের মনে হয়েছে ও হচ্ছে বাংলাদেশের জন্য আদর্শ। তাই আমরা তাকে নিয়েছি। আমি এটুকু বলতে পারি, যতদিন ও আমাদের সাথে ছিল বোর্ড যে ধরনের চিন্তা ভাবনা করেছে সেগুলো সে দিতে পারছিল। এবং আমাদের একটা মিল ছিল। এজন্য আমি মনে করি যে তার যে অবদান সেটা আমরা সব সময় স্মরণ রাখব।’

তাকে কি অনুরোধ করে রাখা যেত না? এমন প্রশ্নের উত্তরে বোর্ড সভাপতি বলেছেন,‘সিদ্ধান্ত যেহেতু ও নিয়ে ফেলেছে তার মানে এই দলের প্রতি তার আগের মতো কোনো ফিলিংস নাই। যার ফিলিংস নেই তাকে আমরা সাধতে যাব কেন?’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ