ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্মিথের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্মিথের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি

ডাবল সেঞ্চুরির পর স্টিভেন স্মিথ

ক্রীড়া ডেস্ক : স্টিভেন স্মিথ তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। আজ শনিবার পার্থে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি। ৩০১ বল খেলে ২৬টি চার ও ১টি ছক্কার সমন্বয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হলেও অধিনায়ক হিসেবে প্রথম। 

এর আগে ২০১৫ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই লর্ডসে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। আজ তার ইনিংসটিকে আর কতদূর টেনে নিতে পারেন দেখার বিষয়।

অবশ্য স্মিথের ডাবল সেঞ্চুরির সংখ্যা ৪ হতে পারত। ২০১৫ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯ রানে আউট হয়েছিলেন। আর ২০১৪ সালে মেলবোর্নে ভারতের বিপক্ষে আউট হয়েছিলেন ১৯২ রানে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ