ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বব ডিলান বইমেলায়

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বব ডিলান বইমেলায়

ডেস্ক রিপোর্ট : এবারের একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে সাহিত্যে নোবেলজয়ী বব ডিলানের গান, কবিতা, নোবেল ভাষণ ও সাক্ষাৎকার নিয়ে বই গোল্ডেন কর্ডস এর অনুবাদ গ্রন্থ।

বইটি প্রকাশ করেছে তিউড়ি প্রকাশন। বইটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন মাহমুদ মিটুল।

গোল্ডেন কর্ডস এর অনুবাদ গ্রন্থ সম্পর্কে প্রকাশক জানিয়েছেন, এই গ্রন্থে বব ডিলানকে নতুন করে চেনা যাবে। এছাড়া রয়েছে কনসার্ট ফর বাংলাদেশ-এ গান পরিবেশনের সময় জর্জ হ্যারিসন ও বব ডিলান, কনসার্ট ফর বাংলাদেশ এ পোস্টার, বব ডিলানের আত্মজীবনী গ্রন্থ ক্রনিকলস এর প্রচ্ছদ। আরো রয়েছে বব ডিলানের গান, কবিতা, নোবেল ভাষণ। রয়েছে সাক্ষাৎকার।

কিংবদন্তিপ্রতিম মার্কিন গীতিকার ও সংগীতশিল্পী বব ডিলান ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়