ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রশিদ খান

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রশিদ খান

রশিদ খান

ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন রশিদ খান। আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।

আরব আমিরাতে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ৪-১ ব্যবধানে জেতা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৬ উইকেট নেন রশিদ। এর মধ্যে সোমবার শেষ ম্যাচে ১৩ রানে নেন ৩ উইকেট।

মঙ্গলবার আইসিসির প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ভারতের পেসার জাসপ্রীত বুমরাহর সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন রশিদ। সর্বকনিষ্ঠ (১৯ বছর ১৫৩ দিন) ক্রিকেটার হিসেবে কোনো আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন এই লেগ স্পিনার। দক্ষিণ আফ্রিকা সিরিজে ৮ উইকেট নিয়ে বুমরাহ এগিয়েছেন দুই ধাপ।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও শীর্ষ পাঁচে প্রবেশ করেছেন রশিদ। শেষ ম্যাচে ২৯ বলে ৪৩ রান-সহ দুই ইনিংসে করেন ৫১ রান। ১১ ধাপ এগিয়ে তিনি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আছেন চার নম্বরে। শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। সবার ওপরে আছেন সাকিব আল হাসান।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ