ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খেলা দেখে মনেও হয়নি এটা বাংলাদেশ দল : নাজমুল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খেলা দেখে মনেও হয়নি এটা বাংলাদেশ দল : নাজমুল

ক্রীড়া প্রতিবেদক : স্কিল নয়, মানসিকতার ঘাটতি থাকায় প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ দল। এমনটাই মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। আজ দুপুরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক এবং অধিনায়কদের নিয়ে তার বেক্সিমকো কার্যালয়ে বৈঠকে বসেছিলেন নাজমুল হাসান। বৈঠকে মাঠের খারাপ পারফরম্যান্সের কারণগুলো শুনেছেন সবার কাছ থেকে। তবে যে কারণগুলো শুনেছেন, তা বাজে পারফরম্যান্সের কারণ নয়! তাইতো তাদের যুক্তি ও কারণগুলো মন ভরাতে পারেনি সভাপতির।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের বাজে পারফরম্যান্সের কারণগুলো বিশ্লেষণ করেন নাজমুল হাসান। তার মতে, সঠিক পরিকল্পনা ও কৌশল সাজানোর ঘাটতি থাকায় মাঠে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ। আর পুরো বাংলাদেশ দলটাকেই এলোমেলো লেগেছে তার চোখে। ক্রিকেটারদের নিবেদন এবং শারীরিক ভাষায় বোর্ড সভাপতি পাননি পুরোনো বাংলাদেশকে। তাই হতাশা ঝরল তার কন্ঠে। 

‘একটা দল হঠাৎ করে বদলে যেতে পারে না। এটা বাংলাদেশ দল আমার কাছে মনেও হয়নি। দলকে দেখে কখনোই মনে হয়নি ওরা জিততে চাচ্ছে। এমনকি কখনোই মনে হয়নি ওরা জিতবে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের শারীরিক ভাষা দেখেছেন... ওদের সাথে কিছুদিন আগে খেলে এসেছি। গত এক বছর খেলা দেখেছি। এক বছরে ওদের পরিবর্তন হয়ে গেল, আর আমাদের উল্টোটা হয়ে গেল। আমাদের তো একই থাকার কথা। উন্নতি না হোক, যেটা ছিল সেটা থাকলেও তো হতো।’

জয়ের পরিকল্পনা ও রণকৌশল সাজাতে দল ব্যর্থ হচ্ছিল, তা ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগেই টের পেয়েছিলেন নাজমুল হাসান। মাঠের পারফরম্যান্সের থেকে টিম ম্যানেজমেন্টের পারফরম্যান্স ছিল বাজে! অনেকটা এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘গত চার বছরে ওদের (টিম ম্যানেজমেন্ট) একটা পরিকল্পনা দেখে এসেছি। ত্রিদেশীয় সিরিজের আগে ওদের থেকে এটা পাইনি। আগে যেটা ছিল একটা পরিকল্পনা, কৌশল কিংবা মানসিক যে শক্তি...যেমন আমরা জিততে পারি কিংবা জিতব এবং দলগত চেষ্টা। এগুলোর মধ্যে যথেষ্ট ঘাটতি ছিল। সব মিলিয়ে স্কিলের থেকেও আমি বেশি করি মানসিক ঘাটতি, কৌশল এবং পরিকল্পনার বিশাল অভাব ছিল।’

ত্রিদেশীয় সিরিজ এবং পরবর্তীতে দ্বিপক্ষীয় সিরিজে ভালো পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হারে সবচেয়ে বেশি হতাশ তিনি। নাজমুল হাসান বলেছেন, ‘ফাইনাল খেলার দিন আমার মনটা একেবারে ভেঙেই গেছে। ২২০ রান (আসলে ২২২) শ্রীলঙ্কার সাথে করতে পারব না!  হতে পারে হাথুরুসিংহে নেই। এটার জন্য আমরা আমাদের মাঠে ২২০ করতে পারব না। ৩২০ তো আর না। এটা হতে পারে না। ওই ম্যাচের পর মনোবল অনেকটা ভেঙে গেছে।’



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়